News update
  • Dhaka’s air against worst in the world on Sunday     |     
  • 14-year-old Vaibhav Suryavanshi youngest ever IPL cricketer     |     
  • Chapainawabganj farmer creates stir with purple rice farming     |     
  • $10mn Approved for Climate Resilience in CHT: ICIMOD     |     
  • At least 143 dead in DR Congo river boat fire tragedy     |     

কানাডার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন মার্ক কার্নি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-03-10, 7:18am

64a283c23e374338b2a4ea9326a472f618ab0ac57811b9f9-50cf6e4dce0a8a17ec2ddb76255ef1411741569535.jpg




কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্ক কার্নি। স্থানীয় সময় রোববার (৯ মার্চ) তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট।

আগামী কয়েকদিনের মধ্যেই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মার্ক কার্নি। 

রোববার সদস্যদের ভোটে দলটির নতুন নেতা বাছাই হয়। এতে ৮৬ শতাংশ ভোট পেয়ে লিবারেল নেতৃত্বের দৌড়ে জয়ী হয়েছেন মার্ক কার্নি। দলীয় প্রধানই দেশটির প্রধানমন্ত্রী হয়ে থাকেন। 

কার্নি কানাডার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই কাজের অভিজ্ঞতা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চু্ক্তি করতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে। 

গেল জানুয়ারিতে দলীয় বিরোধ এবং জনপ্রিয়তা হ্রাসের কারণে পদত্যাগ করেন জাস্টিন ট্রুডো। তার স্থলাভিষিক্ত হলেন কার্নি। 

কানাডায় আগামী ২০ অক্টোবরের আগে নিবার্চন হতে পারে। সে পর্যন্ত দায়িত্ব পালন করবেন কার্নি। সময়