News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মিয়ানমারে যুদ্ধবিরতি ঘোষণা, ভূমিকম্পে থামল সংঘাত!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-03, 6:37am

80533d7d4a6aa63cece0b25237c73de40a4495cf608a9e6f-7c51b89e270fdf6569a5f146e16058b31743640631.jpg




৭.৭ মাত্রার ভূমিকম্পে তিন হাজারের বেশি মানুষের প্রাণহানির পর ত্রাণ কার্যক্রম সহজতর করার লক্ষ্যে মিয়ানমারের ক্ষমতাসীন সেনাবাহিনী দেশটির গৃহযুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে।

বুধবার (২ এপ্রিল) সাময়িক এ যুদ্ধবিরতির ঘোষণা দেয়া হয় বলে জানিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।

রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভিতে সামরিক বাহিনীর হাইকমান্ডের ঘোষণাটি প্রকাশিত হয়। যেখানে বলা হয়েছে, যুদ্ধবিরতি ২২ এপ্রিল পর্যন্ত চলবে এবং গেল শুক্রবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা প্রকাশের লক্ষ্যে এই চুক্তি করা হয়েছে।

এপি বলছে, সামরিক শাসনবিরোধী সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোর একতরফা অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণার পর জান্তার পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হলো। 

মিয়ানমার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ওই গোষ্ঠীগুলোকে রাষ্ট্রের ওপর আক্রমণ করা বা পুনরায় সংগঠিত হওয়া থেকে বিরত থাকতে হবে, অন্যথায় সেনাবাহিনী ‘প্রয়োজনীয় ব্যবস্থা’ নেবে।

এদিকে, বুধবার সকালের দিকে উদ্ধারকারীরা ভূমিকম্পের ৫ দিন পর, মিয়ানমারের রাজধানীতে একটি হোটেলের ধ্বংসাবশেষ থেকে দুজনকে এবং অন্য একটি শহরের একটি গেস্টহাউস থেকে তৃতীয় একজনকে জীবিত উদ্ধার করে। যদিও বেশিরভাগ দল কেবল মৃতদেহই খুঁজে পাচ্ছে।

এমআরটিভি জানিয়েছে, গেল শুক্রবার দুপুরে মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পে বহু ভবন, সেতু এবং রাস্তাঘাট ধসে যায়। এতে বুধবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার তিন জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন সাড়ে চার হাজারের বেশি মানুষ। 

তবে স্থানীয় প্রতিবেদনে হতাহতের সংখ্যা আরও বেশি বলে ইঙ্গিত পাওয়া গেছে।