News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

গাজায় হামলা জোরদারের প্রস্তুতি, ইসরাইলকে শক্তিশালী বোমা দেবে যুক্তরাষ্ট্র!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-16, 7:01pm

rtertrre-a23fc345cc9d080e24f489a052a2b8a21744808484.jpg




গাজায় হামলা জোরদারের প্রস্তুতি নিচ্ছে দখলদার ইসরাইল। এরইমধ্যে যুক্তরাষ্ট্র তেল আবিবকে তিন হাজারের বেশি শক্তিশালী বোমা সরবরাহ করতে যাচ্ছে বলে জানিয়েছে প্রেস টিভি। তবে এক ইসরাইলি কর্মকর্তার দাবি, নেতানিয়াহু প্রশাসনকে অল্পদিনের মধ্যেই ১০ হাজারের বেশি বোমা সরবরাহ করবে ওয়াশিংটন।

ইসরাইলি বর্বরতায় গাজা এখন প্রায় নিশ্চিহ্নের পথে। দক্ষিণের শহর রাফাহ ঘিরে ফেলা হয়েছে চারদিক থেকে। ইসরাইলি বাহিনী দখলে নিয়েছে রাফাহ ও খান ইউনুসের সংযোগপথ মরাগ করিডরও। পাশাপাশি অভিযান চলছে মিশর সীমান্তঘেঁষা ফিলাডেলফি করিডরে।

এর মধ্যেই গাজায় হামলা আরও জোরদারের প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি বাহিনী। ইরানি গণমাধ্যম প্রেস টিভির খবরে উঠে এসেছে এমনই তথ্য। প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে নতুন করে অভিযানের জন্য মজুত করা হচ্ছে অস্ত্র। আর এতে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র। 

প্রতিবেদন মতে, তেল আবিবকে তিন হাজারের বেশি শক্তিশালী বোমা সরবরাহ করতে যাচ্ছে ওয়াশিংটন। শুধু বোমাই নয়, আরও ৭৪০ কোটি মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্রসহ উচ্চক্ষমতা সম্পন্ন গোলাবারুদ।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসরাইলি কর্মকর্তার বরাতে ইরানি গণমাধ্যমটি আরও জানায়, অল্প কিছুদিনের মধ্যে ১০ হাজারের বেশি বোমার চালান ইসরাইলে পাঠানোর পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। এগুলো এমকে-৮৪ সিরিজের বোমা। এছাড়াও থাকছে প্রায় দুই হাজার পাউন্ডের গোলাবারুদ।

যুক্তরাষ্ট্র এর আগেও একই ধরনের অস্ত্র তেল আবিবে সরবরাহ করেছে, যা নির্বিচারে ব্যবহৃত হচ্ছে গাজাবাসীর ওপর। 

চলতি বছর মার্চের মাঝামাঝি থেকে নতুন করে শুরু হওয়া ইসরাইলি হামলায় অন্তত ১,৬৩০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত চার হাজারের বেশি। ধ্বংস হয়েছে হাসপাতাল, স্কুল, খাদ্য গুদাম। ইসরাইলের সামরিক বাহিনী গাজার উত্তরাঞ্চলে এরইমধ্যে বড় ধরনের অভিযান শুরু করেছে। মোতায়েন হয়েছে ৩৬তম ডিভিশন, পদাতিক বাহিনী এবং ১৮৮তম ট্যাংক ব্রিগেড। 

মানবাধিকার সংগঠনগুলো বলছে, ইসরাইলকে সামরিক সহায়তা দেয়ার মধ্য দিয়ে সরাসরি গণহত্যায় অংশ নিচ্ছে যুক্তরাষ্ট্র।