News update
  • Power generation at Payra Thermal Power Plant 1st unit starts after a month     |     
  • Irregularities, injustice will no longer be accepted in politics: Jamaat Ameer     |     
  • 2 arrested in Jhenaidah for allegedly selling madrasa student     |     
  • Koko’s wife campaigns for Tarique in Dhaka-17     |     
  • Bangladeshi Expats Cast 4.58 Lakh Postal Votes     |     

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা: পাকিস্তানের সঙ্গে স্থলসীমান্ত বন্ধসহ ৫ সিদ্ধান্ত নিলো ভারত

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-24, 7:38am

erwereqwe-ca4b68a731c2bb6f26b006ce68dc5c721745458700.jpg




ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি পদক্ষেপ নিয়েছে ভারত। বুধবার (২৩ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। খবর এনডিটিভির।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিসরি গণমাধ্যমকে জানান, বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে মোট পাঁচটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো হলো—

১. সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত ঘোষণা।

২. অবিলম্বে আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেওয়া।

৩. সার্ক ভিসা এক্সেম্পশন স্কিম (এসভিইএস) এর আওতায় পাকিস্তানি নাগরিকদের ভারতে ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা।

৪. নয়াদিল্লিতে পাকিস্তানি হাইকমিশনের সামরিক, নৌ ও বিমান উপদেষ্টাদের ‘পার্সোনা নন গ্রাটা’ ঘোষণা।

৫. হাইকমিশনের সামগ্রিক লোকবল ৫৫ থেকে কমিয়ে ৩০ জনে নামিয়ে আনার সিদ্ধান্ত হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা হয়। অস্ত্রধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের ওপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বার্তা সংস্থা এএফপি ও এনডিটিভি তাদের প্রতিবেদনে নিহত ব্যক্তির সংখ্যা জানিয়েছে অন্তত ২৬ জন।