News update
  • Guterres Urges Leaders to Act as UNGA Week Begins     |     
  • BNP to go door to door for hearts and votes     |     
  • Chittagong port tariffs increased up to 50 per cent     |     
  • Rising Heat Cost Bangladesh $1.8 Billion in 2024     |     
  • Stocks extend gains; turnover drops in Dhaka, rises in Ctg     |     

২০ কোটি ডলারের ৭ মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতিরা!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-04-25, 1:34pm

bf518fedfca2822a7af7311ba34b0a3222e2921225dc62e1-7523c47d53d32d69b7ec82953e2fa70d1745566458.jpg




ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে ব্যয়বহুল ৭টি মার্কিন রিপার ড্রোন গুলি করে ভূপাতিত করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। জানা গেছে, এই ড্রোনগুলোর মূল্যমান সামগ্রিকভাবে ২০ কোটি ডলারেরও বেশি।

সংবাদমাধ্যম আল জাজিরা এবং মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত এক সপ্তাহেই তিনটি ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে, হুতিদের মনুষ্যবিহীন ড্রোন চিহ্নিত করার সক্ষমতা যে বেড়েছে, এসব ঘটনা তারই ইঙ্গিত।

সামরিক বিষয় নিয়ে আলোচনার অনুমতি না থাকায় নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ভূপাতিত হওয়ার আগে ওই ড্রোনগুলো হামলা এবং নজরদারির অভিযানে নিয়োজিত ছিল। 

এর আগে, গেল সপ্তাহে দুটি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালানোর দাবি করেন ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সেসময় বলেন, ‘আমরা আশকেলন এবং উম্মে আল-রাশরাশে দুটি লক্ষ্যবস্তুতে ড্রোন দিয়ে সামরিক অভিযান পরিচালনা করেছি।’ 

ওই অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ট্রুম্যান ও ভিনসন এবং তাদের নৌযানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেন সারি।