সিরিয়ায় আসাদ সরকারের পতন নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে বাঁচাতে ইরানের পাঠানো বিমান সেসময় আকাশপথেই রুখে দেয়ার দাবি করেছেন তিনি।
রোববার (২৭ এপ্রিল) জেরুজালেমে এক সম্মেলনে এ দাবি করেন নেতানিয়াহু।
প্রতিবেদন মতে, গেল ডিসেম্বরে বিদ্রোহীরা সিরিয়া দখলের চেষ্টা করলে ইরান দেশটিতে বিমানবাহিনী ডিভিশন পাঠাতে চেয়েছিল। উদ্দেশ্য ছিল, দেশটির তৎকালীন প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে চূড়ান্ত পরাজয় থেকে রক্ষা করা। তবে ইসরাইল ইরানের সেই প্রচেষ্টা রুখে দেয় বলে দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী।
তিনি আরও জানান, সেদিন দামেস্কমুখী ইরানের বিমান বাহিনীকে রুখতে বেশ কয়েকটি এফ-১৬ যুদ্ধবিমান পাঠিয়েছিল ইসরাইল। পরে ইরানি বিমান ফিরে যায় বলেও জানান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। যদিও এই অভিযান সম্পর্কে বিস্তারিত আর কিছু জানাননি তিনি।
তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান।
পরবর্তীতে বাশার আল-আসাদকে নিরাপদে সরিয়ে নিতে রাশিয়া বিমান পাঠালে মস্কোয় পালিয়ে যান তিনি। সঙ্গে ছিলেন তার স্ত্রী আসমা আসাদ ও তিন সন্তান। এর আগে আসাদ পরিবার টানা পাঁচ দশকের বেশি সময় ধরে সিরিয়ার ক্ষমতায় ছিল।
বাশার আল-আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন টানা ২৪ বছর। তার আমলেই ১৩ বছর গৃহযুদ্ধে জর্জরিত ছিল সিরিয়া। এ যুদ্ধে নিহত হন পাঁচ লাখের বেশি মানুষ। গৃহহারা হন দেশটির লাখ লাখ বাসিন্দা।