News update
  • Mild cold wave sweeps parts of Bangladesh: Met Office     |     
  • Saturday’s EC hearing brings 51 candidates back to election race     |     
  • Food, air, water offer Dhaka residents few safe choices     |     
  • Tarique Rahman Formally Named BNP Chairman     |     
  • 136 new drugs in 195 essential drugs list, pricing guidelines     |     

পাকিস্তানে হামলা নিয়ে ভারতের রাজনীতিবিদরা যা বলছেন

বিবিসি বাংলা সংঘাত 2025-05-07, 12:45pm

5645643534-5055515ac0958fa1dbd05f1b66ac45dc1746600347.jpg




'অপারেশন সিন্দুর' নাম দিয়ে পাকিস্তান এবং পাকিস্তান শাসিত কাশ্মীরের একাধিক জায়গায় যে হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী, তা নিয়ে ভারতের রাজনীতিবিদরা প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, বিশ্বের উচিত "সন্ত্রাসবাদের প্রতি কোনও সহনশীলতা" না দেখানো।

'অপারেশন সিন্দুর' লেখা একটি ছবি শেয়ার করেছেন তিনি ওই পোস্টে। এই হামলার নাম সহ যে ছবিটি শেয়ার করা হচ্ছে ভারতের পক্ষ থেকে, তাতে দুটি ইংরেজি 'ও' রয়েছে এবং তার একটিতে আছে লাল সিঁদুরের একটি গোল কৌটো।

হিন্দু বিবাহিত নারীদের অনেকেই চুলের মাঝে সিঁথিতে এই সিঁদুর ব্যবহার করে থাকেন বিবাহের চিহ্ন হিসাবে। ঘটনাচক্রে পহেলগামে যাদের হত্যা করা হয়েছে, তাদের প্রায় সবাই হিন্দু পুরুষ।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের সামরিক বাহিনীকে এই 'অপারেশন সিন্দুর'-এর জন্য অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেছেন, "পহেলগামে আমাদের নিরীহ ভাইদের নির্মম হত্যার" প্রতিশোধ নিতেই পাকিস্তানের ওপরে এই হামলা চালানো হয়েছে।

"ভারত এবং ভারতের মানুষের ওপরে যে কোনও আক্রমণের যথাযথ জবাব দেওয়ার জন্য মোদী সরকার দৃঢ় প্রতিজ্ঞ ছিল। সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটিত করার জন্য ভারত প্রতিশ্রুতিবদ্ধ," মন্তব্য মি. শাহের।

বুধবার মধ্যরাতে পাকিস্তান শাসিত কাশ্মীর এবং পাকিস্তানের ওপর ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ভারত। মধ্যরাতে পাকিস্তানের মোট নয়টি জায়গায় হামলা চালানো হচ্ছে বলে ভারতের সরকার দাবি করেছে। এসব হামলায় ২৬ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে পাকিস্তান।

পাকিস্তানও কামান থেকে গোলা নিক্ষেপ করেছে। তাতে তিনজন ভারতীয় নিহত হওয়ার তথ্য জানিয়েছে ভারত।

বিজেপির অন্যান্য নেতারা যা বলছেন

মি. জয়শঙ্কর ছাড়াও বিজেপি এবং ভারতের বিরোধী দলগুলির নেতারাও সামাজিক মাধ্যমে পাকিস্তানে হামলা নিয়ে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং লিখেছেন, "ভারতমাতা কি জয়" আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শুধু লিখেছেন "জয় হিন্দ, জয় হিন্দ-এর সেনা"।

কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানও মি. আদিত্যনাথের মতো সংক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়ে তার এক্স হ্যান্ডেলে লিখেছেন, "ভারত মাতা কি জয়, জয় হিন্দ-এর সেনা"।

জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা আলতাফ ঠাকুর ভারতীয় সেনাবাহিনীর 'হামলা' নিয়ে সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন, "আজ যে অপারেশন সিন্দুর শুরু হয়েছে, তাতে নয়টা জায়গায় হামলা হয়েছে এবং এই হামলায় বেশ কয়েকজন সন্ত্রাসবাদী মারা গেছে বলে খবর পাওয়া গেছে। এটা একটা খুবই ভাল পদক্ষেপ নেওয়া হয়েছে।"

বিরোধীরা যা বলছেন

কংগ্রেসের সংসদ সদস্য এবং ভারতের লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী এক্স হ্যান্ডেলের একটি পোস্টে লিখেছেন, "আমাদের সেনাবাহিনীর প্রতি গর্ব হচ্ছে। জয় হিন্দ।"

কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, "এই সময়ে জাতীয় ঐক্য বজায় রাখাটাই প্রয়োজন।"

পহেলগামে গত মাসের হামলার পর থেকে তার দল যে সরকার এবং সামরিক বাহিনীর যে কোনও পদক্ষেপের পক্ষেই দাঁড়িয়েছে, সেটাও মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস সভাপতি।

এআইএমআইএম নেতা আসাদুদ্দিন ওয়েইসি "পাকিস্তানের অভ্যন্তরে সন্ত্রাসী শিবিরগুলি"র ওপরে ভারতের "সার্জিকাল স্ট্রাইক"কে স্বাগত জানিয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও ভারতের 'অপারেশন সিন্দুর'কে স্বাগত জানিয়ে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "জয় হিন্দ, জয় ইন্ডিয়া'।