News update
  • Climate Crisis Fuels Hunger, Migration, and Global Instability     |     
  • Trump, Putin to Meet in Budapest After ‘Productive’ Call     |     
  • Dhaka stocks end week flat; Chattogram extends losses     |     
  • Torch rallies in 5 northern dists for Teesta Master Plan execution     |     
  • Go live together Friday, we stand united: Prof Yunus urges media      |     

ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে - ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

সংঘাত 2025-05-08, 12:02am

md-abul-kashem-president-islami-muktijoddah-parishad-915879340c69f3a0d4d87a9461b9d13a1746640969.jpg

Md Abul Kashem, president, Islami Muktijoddah Parishad.



ভারতকে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আবুল কাশেম।

আজ বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, ভারত মনে করেছে বাংলাদেশের মানুষের উপর হামলা করলে যেহেতু কিছু হয় না, ভারতের আক্রমন করলেও কিছু হবে না। ভারতের মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েও পার পেয়ে যাচ্ছে। এজন্য ভারত বেপরোয়া হয়ে গভীররাতে পাকিস্তানে কাপুরোষিত হামলা করে বেসামরিক ১৫জন মুসলমানকে হত্যা করে নিজেদের অত্যন্ত বর্বর ও অসভ্য জাতি হিসেবে পরিচয় দিয়েছে।

মুক্তিযোদ্ধা আবুল কাশেম বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা বন্ধ করছে না বিএসএফ। দু’দেশের সরকার প্রধান ও বিজিবি-বিএসএফয়ের শীর্ষ পর্যায়ের বৈঠকে বারবার প্রতিশ্রুতি দিলেও সীমান্তে আগ্নেয়াস্ত্র ব্যবহার চলছেই বিএসএফয়ের। ভারত মুসলমানদেরকে থোরাই কেয়ার করছে। কিন্তু ভারত জানে না তারা একঘরে হয়ে যাচ্ছে মুসলমানদের উপর প্রশাসনের সহায়তায় হামলার কারণে।

তিনি বলেন, ভারত অত্যন্ত নিমকহারাম জাতি। ভারত উপমহাদেশ মুসলমান শাসকগণ সাড়ে আটশত বছর শাসন করেছে। মুসলিম শাসকগণ চাইলে হিন্দুমুক্ত ভারতবর্ষ প্রতিষ্ঠা করতে পারতেন। এখন ভারত ধরাকে শরা জ্ঞান করে মুসলিম নিধনে মরিয়া হয়ে উঠছে। ভারতকে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ করতে হবে।

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের নেতা বলেন, ভারত যদি মুসলমানদের উপর জুলুম নির্যাতন ও বর্বরতা বন্ধ না করে অচীরেই ভারতে টুকরা টুকরা হয়ে যাবে। এই ভাঙ্গন কেউ রোধ করতে পারবে না। এ জন্য ভারতের উগ্রপন্থি হিন্দু সন্ত্রাসীদের মুসলমানদের বিরুদ্ধে যে কোন হামলা, নির্যাতন, জুলুম বন্ধ করতে হবে। অন্যথায় বিশ্বব্যাপী ভারতের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠলে ভারতের আখের রক্ষা হবে না।–প্রেস রিলিজ