News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি: মোদি

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-05-29, 4:41pm

d3bd8946c2a5bc06d091682f338d4da6f465668b6324ce5b-89bb4e5c0fba167791d04c5c6b580e661748515276.jpg




‘অপারেশন সিন্দুর’ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়া, পাকিস্তানের অভ্যন্তরে ইতোমধ্যেই ‘তিনবার’ আঘাত করা হয়েছে বলেও জানান তিনি।

নরেন্দ্র মোদি বলেছেন, যারা সন্ত্রাসবাদকে মদদ দেয় তাদের বিরুদ্ধে ভারত কঠোর পদক্ষেপ নেবে। 

বৃহস্পতিবার (২৯ মে) পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে এক সমাবেশে ভাষণ দিতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, দেশের সশস্ত্র বাহিনী ভারতীয় নারীদের মর্যাদাকে অপমানকারী ‘সন্ত্রাসীদের দুঃসাহসের’ প্রতিশোধ নিয়েছে। 

পহেলগামে সাম্প্রতিক হামলার ঘটনার দিকে ইঙ্গিত করে এসব কথা বলেন মোদি। 

তিনি আরও বলেন, এই বাংলার (পশ্চিমবঙ্গ) মাটি থেকে, আমি ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ঘোষণা করছি যে অপারেশন সিন্দুর এখনো শেষ হয়নি। 

গত ২২ এপ্রিল পহেলগামে হামলার ঘটনার পর পশ্চিমবঙ্গেও প্রচুর ক্ষোভ সৃষ্টি হয়েছিল উল্লেখ করে মোদি বলেন, আপনাদের ভেতরে যে ক্ষোভ ছিল, তা আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম। সন্ত্রাসীরা আমাদের বোনদের সিঁদুর মুছে ফেলতে চেয়েছিল। আমাদের সেনাবাহিনী তাদের (শত্রুদের) সিঁদুরের শক্তি উপলব্ধি করিয়েছে। 

সন্ত্রাসবাদের প্রতি ভারত শূন্য-সহনশীলতা নীতি গ্রহণ করেছে জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পহেলগাম হামলার পর ভারত বিশ্বকে বলে দিয়েছে যে, আমাদের ওপর যদি আর সন্ত্রাসী হামলা হয়, তাহলে শত্রুকে এর জন্য চরম মূল্য দিতে হবে। পাকিস্তানের বুঝতে হবে যে আমরা তাদের ঘরে ঢুকে তিনবার আঘাত করেছি।’ সূত্র: এনডিটিভি