News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

ঈদুল আজহার দিনে গাজায় ৪২ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরাইল

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-07, 10:30am

5e969c6f1dd6b221e10f2643e0a8e939df5a2c16045d70c9-0c10250a772faf2e3d962e22f637dd981749270608.jpg




পবিত্র ঈদুল আজহার দিনেও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর তাণ্ডব অব্যাহত রয়েছে। এদিন নেতানিয়াহু বাহিনীর হামলালয় গাজাজুড়ে ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার সকাল থেকে ইসরাইলি হামলায় গাজায় ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি নিহত হন।

এ খবরের মধ্যেই পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে মার্কিন-ইসরাইল সমর্থিত ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ)’।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ঈদের সকাল যেখানে হওয়ার কথা ছিল উৎসবের, সেখানে গাজায় বয়েছে রক্তের ধারা। স্থানীয় সময় শুক্রবার, খান ইউনিসসহ গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গায় ইসরাইলি বাহিনীর হামলায় বহু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া, ঈদের দিনেও উপত্যকাটিতে বন্ধ রয়েছে ত্রাণ সহায়তা।

বৃহস্পতিবার গাজার আহলি হাসপাতালে ইসরাইলি হামলায় আহত এক সাংবাদিক মারা গেছেন। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা ২২৬ জনে দাঁড়িয়েছে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গাজা উপত্যকার স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে ধ্বংসের মুখে। পাশাপাশি, বৃহত্তম শহর খান ইউনিসের একমাত্র সরকারি হাসপাতাল অকার্যকর হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে।

একইদিন, ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রতিশ্রুতিবদ্ধ তার দেশ। তবে, কবে স্বীকৃতি দেবে সে বিষয়ে বিস্তারিত জানাননি।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়য়ের তথ্যানুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছেন ৫৪ হাজার ৬৭৭ ফিলিস্তিনি। আহত এবং বাস্তুচ্যূত হয়েছে কয়েক লাখ মানুষ।