News update
  • Shibir’s Silent Resilience Yields Historic Ducsu Victory     |     
  • Nepal army deployed as protesters want ex-CJ as interim leader     |     
  • RMG workers block Dhaka-Mymensingh highway for Aug salary     |     
  • Netanyahu, we're not leaving Gaza City: Palestinians     |     
  • JUCSU voting in progress in a festive mood     |     

ইসরাইলের দিকে ধেয়ে যাচ্ছে ইরানের শতাধিক ড্রোন!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-13, 1:27pm

d6b0fb5bffa339ddcc110b0872bccb4aea0c62f2cfd39c13-f0d7d623507dadeaaaea0495241bfd211749799679.jpg




গত কয়েক ঘণ্টায় ইরান ইসরাইলে ১০০টিরও বেশি ড্রোন হামলা চালিয়েছে বলে জানিয়েছে তেল আবিব।

ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন এ তথ্য জানিয়েছেন।

ড্রোনগুলো গুলি করে ভূপাতিত করার জন্য ইসরাইলি বাহিনী ‘কাজ করছে’ বলেও জানান তিনি।

ইরান থেকে উৎক্ষেপণ করা ড্রোনগুলো ইসরাইলে পৌঁছাতে কয়েক ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে, ইরানি ড্রোনগুলোকে ইসরাইলের দিকে অগ্রসর হতে দেখা গেছে।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, ফুটেজে স্পষ্টতই ইরাকের ওপর দিয়ে একটি ড্রোন উড়তে দেখা যাচ্ছে।

এদিকে সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করার জন্য পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছিল ইসরাইল, তাতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।

এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন। এছাড়াও প্রাণ হারিয়েছেন, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ।

হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।

ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে জড়িত আরেক পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ দিয়েছেন ইসরাইলি হামলায়।