News update
  • Bangladesh’s Democratic Promise Hangs in the Balance     |     
  • World War III to start with simultaneous Xi, Putin invasions?      |     
  • Election delay anti-democratic, against July-August spirit      |     
  • Bodies of 3 students recovered from two rivers in Rangpur     |     
  • BRICS Summit Opens Amid Tensions, Trump Tariff Fears     |     

দখলকৃত অঞ্চল ছাড়তে বলে শত্রুপক্ষকে কঠিন পরিণতির হুঁশিয়ারি ইরানের

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-16, 5:43am

img_20250616_054126-25aa7879ab1acdec6cae85588be5a1921750030992.jpg




ইসরায়েলকে নিজেদের অধিকৃত সমগ্র অঞ্চল ছেড়ে চলে যেতে বলেছে ইরান। নয়তো এর জন্য তাদেরকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলেও হুঁশিয়ার করেছে দেশটির সশস্ত্র বাহিনী।  

রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন হাইব্রিড হামলা শুরুর পরপরই এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ।

পৃথক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা ও সংবাদমাধ্যম মেহের নিউজ। 

ইসরায়েলকে উদ্দেশ করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ বলেছেন, আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ: অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও। কারণ, ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না!

ইসরায়েলিদের সতর্ক করে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী গত কয়েকদিন ধরে দফায় দফায় ইসরায়েলের সংবেদনশীল স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং সামরিক ও নিরাপত্তা স্থান, সিদ্ধান্ত গ্রহণ কেন্দ্র এবং ইসরাইলি কমান্ডার ও সামরিক বিজ্ঞানীদের বাসস্থানসহ এ ধরনের লক্ষ্যবস্তুর একটি বিশাল ভাণ্ডার তাদের নজরে রয়েছে। অতএব, আমরা জোর দিয়ে বলতে চাই, অপরাধী শাসকগোষ্ঠী আপনাদেরকে মানব ঢাল হিসেবে ব্যবহার করতে পারে, সেই সুযোগ দেবেন না।

ইরানের সশস্ত্র বাহিনীর এই মুখপাত্র বলেন, মাটির নিচে আশ্রয় নিলেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না। সতর্কবার্তায় ‘মনোযোগ’ না দিলে ইসরায়েলিদের ‘ভাগ্য আরও কঠিন’ হবে।