News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-23, 11:30pm

d443e40fa99107123624945568a14fe19aa8048aa6b8556c-510d93669044ac2a9044bd6336c88d6f1750699841.jpg




ইরান মার্কিন হামলার ‘শক্তিশালী এবং বিজয়ী’ জবাব দেয়া শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম।

কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সাথে সম্পৃক্ত আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি।

তাসনিম জানাচ্ছে, ‘বিশারাত ফাতেহ’ এবং ‘ইয়া আবা আবদুল্লাহ’ নামে এসব হামলা চালানো হয়েছে।

এ হামলায় একাধিক ওয়ারহেড বা ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে বার্তা সংস্থাটি জানিয়েছে। 

আইআরজিসির বরাত দিয়ে বার্তা সংস্থাটি জানাচ্ছে, ‘এই প্রথমবার’ ক্ষেপণাস্ত্রটি কোনো হামলায় ব্যবহার করা হলো।

সেই সাথে হামলায় আধুনিক ড্রোনও ব্যবহার করা হয়েছে।

 সূত্র: বিবিসি