News update
  • UNRWA Situation Report on Crisis in Gaza & Occupied West Bank     |     
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     

তেহরানের এভিন কারাগারে ইসরাইলের হামলায় নিহত ৭১: ইরান

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-06-29, 8:54pm

62d8ce6113db049cc07b5a617276a4eee78c024840f68ca2-dae27a912761565bd9718639a600f24f1751208860.jpg




ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরাইলের হামলায় ৭১ জন নিহত হয়েছেন। রোববার (২৯ জুন) ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন। দুই দেশের পাল্টাপাল্টি হামলার মধ্যে গত ২৩ জুন কারাগারটিতে হামলা চালায় ইসরাইলি যুদ্ধবিমান।

রোববার ইরানের মিজান নিউজে প্রকাশিত এক বিবৃতিতে জাহাঙ্গীর বলেন, ‘এভিন কারাগারে হামলায় ৭১ জন শহীদ হয়েছেন। যাদের মধ্যে ছিলেন প্রশাসনিক কর্মী, সেনাবাহিনীতে চাকরিরত তরুণ, বন্দিরা, বন্দিদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশেপাশে বসবাসকারী প্রতিবেশীরা।’

তিনি বলেন, ইসরাইলি বাহিনী কারাগারের একটি হলেও আক্রমণ করেছে যেখানে বেশ কয়েকজন বন্দির পরিবারের সদস্য বন্দিদের সঙ্গে সাক্ষাতে এসেছিলেন।

ইরানের বিচার বিভাগের শেয়ার করা ছবিতে ধ্বংসপ্রাপ্ত দেয়াল, ধসে পড়া ছাদ, ছড়িয়ে ছিটিয়ে থাকা ধ্বংসাবশেষ দেখা গেছে।

ইরানের বিচার বিভাগ জানিয়েছে, এভিনের চিকিৎসা কেন্দ্র এবং পরিদর্শন কক্ষগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছিল। ইরান এর আগে এভিন কারাগারে হামলার কথা জানালেও কোনো হতাহতের কথা জানায়নি।

এভিন কারাগারে একাধিক বিদেশি নাগরিক আটক রয়েছে, এর মধ্যে দুজন ফরাসি নাগরিক সেসিল কোলার এবং জ্যাক প্যারিস আছেন, যারা তিন বছর ধরে আটক রয়েছেন। এছাড়া নোবেল শান্তি পুরস্কার বিজয়ী নার্গিস মোহাম্মদী এখানে আটক বলে জানা গেছে।

গত সপ্তাহে জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র থামিন আল-খেতান বলেছিলেন কারাগারে হামলা ‘আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন’।

এভিন তেহরানের সবচেয়ে কুখ্যাত রাজনৈতিক বন্দি কেন্দ্র হিসেবে পরিচিত। পর্যবেক্ষকরা বলছেন, সামরিক ও পরমাণু স্থাপনার বাইরে ইরানের শাসনব্যবস্থার প্রতীকে হামলা চালিয়ে ইসরাইল তাদের লক্ষ্য সম্প্রসারণের বার্তা দিয়েছে।