News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

গাজায় যুদ্ধবিরতি: ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-07-09, 11:00am

e17ffaa5e23f481863e4bec6ebcd2b05b8203b0ee53e8cb3-f1eaa9375a98597432cf1b270f806b921752037247.jpg




ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে ২৪ ঘন্টার মধ্যে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করেন দুই নেতা।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় অনির্ধারিত আলোচনাটি এক ঘন্টারও বেশি সময় ধরে চলে। এ সময় কোনো মিডিয়ার প্রবেশাধিকার ছিল না। যখন দুই নেতা হোয়াইট হাউজে আলোচনায় বসেন, ঠিক সেই সময় ইসরাইলি বাহিনী গাজায় কমপক্ষে ৯৫ জন ফিলিস্তিনিকে হত্যা করে।

এর আগে সোমবার হোয়াইট হাউসে এক নৈশভোজের সময় দুই নেতা বেশ কয়েক ঘন্টা ধরে বৈঠক করেছিলেন। ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরু হওয়ার পর নেতানিয়াহুর এটি তৃতীয় মার্কিন সফর।

মঙ্গলবারের আলোচনার আগে ট্রাম্প বলেছিলেন, তিনি নেতানিয়াহুর সঙ্গে গাজা নিয়েই নিবিড়ভাবে আলোচনা করতে চান।

ট্রাম্প বলেন, ‘আমাদের এর সমাধান করতে হবে। গাজা একটি ট্র্যাজেডি এবং আমিও এটির সমাধান চাই, আমার মনে হয় অন্য পক্ষও তা চায়।’

এদিকে, আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাম্প্রতিক আলোচনা থেকে ‘খুব কম তথ্য’ বাইরে এসেছে। তাই ঠিক কী ঘটছে তা নিশ্চিত করে বলা কঠিন হয়ে পড়েছে।

নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সাক্ষাতের কিছুক্ষণ আগে, মধ্যপ্রাচ্য বিষয়ক তার বিশেষ দূত স্টিভ উইটকফ ইঙ্গিত দিয়েছিলেন, গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তির কাছাকাছি পৌঁছানো গেছে এবং ওয়াশিংটন আশা করছে যে সপ্তাহের শেষের দিকে একটি চুক্তি চূড়ান্ত হবে।

ট্রাম্পের মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের উইটকফ বলেন, ‘আমরা আশাবাদী যে এই সপ্তাহের শেষ নাগাদ, আমরা একটি চুক্তিতে পৌঁছাবো যা আমাদের ৬০ দিনের যুদ্ধবিরতিতে নিয়ে আসবে। ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেয়া হবে। নয় জন নিহতের মরদেহ ফিরিয়ে দেয়া হবে।’ 

মঙ্গলবার সন্ধ্যায় ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে এক ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকের পর ইসরাইলি নেতা হোয়াইট হাউস ত্যাগ করেন।