News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

মিশিগানে ওয়ালমার্টে ঢুকে একের পর এক ছুরিকাঘাত, আহত ১১

গ্রীণওয়াচ ডেস্ক সংঘাত 2025-07-28, 8:20am

img_20250728_081849-32caf9519010cb233633cda20fe3c1051753669253.jpg




যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশের ট্র্যাভার্স সিটিতে একটি ওয়ালমার্ট স্টোরে আচমকা ছুরি নিয়ে হামলা চালাল এক ব্যক্তি। এতে আহত হয়েছেন কমপক্ষে ১১ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল।

নৃশংস এ হামলার ঘটনায় অভিযুক্তকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ছুরিকাঘাতের ঘটনাটি নিশ্চিত করে গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, আটক ব্যক্তি মিশিগানের বাসিন্দা। ৪২ বছর বয়সী ওই পুরুষ একটি ভাঁজ করা ছুরি (ফোল্ডিং নাইফ) ব্যবহার করেছিল।

শেরিফ মাইকেল শিয়া সাংবাদিকদের বলেন, ঘটনাটি প্রাথমিকভাবে একটি ‘বিচ্ছিন্ন’ হামলা বলে মনে হচ্ছে। দোকানে উপস্থিত সাধারণ মানুষ ওই ব্যক্তিকে আটক করতে সহায়তা করেছে। এই পুরো ঘটনায় সবাই একসঙ্গে কাজ করেছে, এমনকি সাধারণ নাগরিকেরাও।

মিশিগান স্টেট পুলিশ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে জানায়, গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি শেরিফের অফিস এই ছুরিকাঘাতের ঘটনার তদন্ত করছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই এলাকা এড়িয়ে চলতে জনগণকে অনুরোধ জানিয়েছে তারা। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ওয়ালমার্টের পার্কিং এলাকায় একাধিক পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্স উপস্থিত রয়েছে।

নর্দার্ন মিশিগানের মানসন হেলথকেয়ার ফেসবুকে একটি পোস্টে জানিয়েছে, তারা ট্র্যাভার্স সিটির মেডিকেল সেন্টারে ছুরিকাঘাতে আহত ১১ জনকে চিকিৎসা দিচ্ছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর এবং ছয়জন আশঙ্কাজনক।

দ্য ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে জানানো হয়, হামলাটিকে পরিকল্পনা ও উদ্দেশ্যহীন সহিংসতা বলে প্রাথমিকভাবে মনে করছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার এক বিবৃতিতে বলেন, এ ঘটনা তদন্তে আমি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছি। এই নৃশংস সহিংসতার শিকারদের প্রতি আমাদের সমবেদনা রইল।

ওয়ালমার্টের মুখপাত্র জো পেনিংটন সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে বলেন, এ ধরনের সহিংসতা অগ্রহণযোগ্য। আমরা আহতদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। তদন্ত চলাকালে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাব।