News update
  • CA Urges Formation of Body to Ensure Fair Rawhide Prices     |     
  • Rohingya Crisis Poses Growing Regional Stability Threat: Touhid     |     
  • NCP Leader Hasnat Allegedly Attacked in Gazipur     |     
  • China Launches Medical Visa Fast-Track for Bangladeshis     |     

বুবলীকে চেনেন না মিমি চক্রবর্তী!

গ্রীণওয়াচ ডেস্ক সিনেমা 2024-07-05, 6:19pm

dsifuioofa-b95fcf9cfc6cf53eb71bf631470bdfd31720181972.jpg




শাকিব খান অভিনীত সিনেমা ‘তুফান’ ভারতে মুক্তি পেয়েছে শুক্রবার (৫ জুন)। পশ্চিমবঙ্গের সাউথ সিটি, স্টার থিয়েটার, লেক মলসহ ৪৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। প্রচারে অংশ নিতে গত বুধবার কলকাতায় গেছেন শাকিব। বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কলকাতার সাউথ সিটি মলে হয়েছে সিনেমাটির কলকাতা প্রিমিয়ার।

এর আগে বিকেলে এক সংবাদ সম্মেলনে সিনেমাটি নিয়ে কথা বলেছেন শাকিব-মিমি। সেখানেই অভিনেতার কাছে প্রশ্ন রাখা হয়, সিনেমাটি চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী দেখেছেন কি না। আর দেখে থাকলে রি-অ্যাকশন কী? এরপর ওই সংবাদকর্মী মিমি চক্রবর্তীর সঙ্গে কাজের অভিজ্ঞতাও জানতে চান শাকিবের কাছে।

শাকিব খান মাইক্রোফোন নিয়ে কতক্ষণ মুচকি হাসেন। মাইক্রোফোন ছাড়া মজা করে বলেন, কোনো রি-অ্যাকশন নেই। এরপর প্রশ্নটির উত্তরে শাকিব বলেন, প্রাসঙ্গিক প্রশ্নে ফিরি, মিমির সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন ছিল? এই যে পাশাপাশি বসে কথা বলছি, এতক্ষণেও বোঝা যায়নি? সবশেষ এড়িয়ে যাওয়া প্রশ্নের উত্তরে বলেন, আর কে দেখেছে, আমি ঠিক....।

এ প্রশ্নের পরই পুরো প্রেস কনফারেন্সে হাসির রোল পড়ে যায়। তবে মিমি চক্রবর্তী বারবার তার পাশে বসা রায়হান রাফিকে জিজ্ঞেস করেছেন, বুবলী কে?। রাফিও নামটি এড়িয়ে গেছেন।

পবিত্র ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই সিনেমাটি দেখতে হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। ঢাকার গণ্ডি পেরিয়ে এবার পশ্চিমবঙ্গের দর্শকের সামনে হাজির শাকিব খান। ‘তুফান’ সিনেমার পোস্টার আর বিলবোর্ডে ছেয়ে গেছে কলকাতা। শহরের ব্যস্ত রাস্তার মোড় থেকে অলিগলি—সবখানে শোভা পাচ্ছে সিনেমার বিলবোর্ড; মেট্রোর স্টেশনে প্রদর্শিত হচ্ছে ট্রেলার।

রায়হান রাফি পরিচালিত সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। এই চলচ্চিত্রে আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, গাজী রাকায়েত, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, সালাউদ্দিন লাভলু প্রমুখ।আরটিভি