News update
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     

প্রথমবার জুটিবদ্ধ সাইমন-মৌ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2023-01-24, 4:21pm

images-7-20d9962a07bdd3fed81f7712da102f7b1674555664.jpeg




প্রথমবারের মতো একসঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক সাইমন সাদিক ও চিত্রনায়িকা মৌ খান। সিনেমার নাম ‘প্রেমকাব্য’। এটি নির্মাণ করবেন রাজু আহমেদ। সম্প্রতি নতুন এই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়ে ফটোশুটে অংশ নিয়েছেন তারা।

এ প্রসঙ্গে চিত্রনায়িকা মৌ বলেন, ‘চরিত্রটি খুবই সুন্দর। এখানে আমাকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। চরিত্রে চমক আছে। একটি বাংলাদেশের আরেকটি লন্ডনের পাট। এর আগে কখনও দ্বৈত চরিত্রে অভিনয় করিনি। এবারই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছি। চ্যালেঞ্জিং দুটি চরিত্রে আমাকে দেখা যাবে। গল্প ও চরিত্রে অনেক ভিন্নতা আছে। সিনেমাটি নিয়ে আমি আশাবাদী।’

নির্মাতা এ প্রসঙ্গে রাজু বলেন, ‘চলতি বছরে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নেত্রকোনায় সিনেমাটির প্রথম ধাপের দৃশ্য ধারণ শুরু হবে। এরপর বিরতি নিয়ে এপ্রিলে দ্বিতীয় ধাপের কিছু দৃশ্য ও তিনটি গানের শুটিং লন্ডনসহ ইউরোপের চারটি দেশে হবে। দেশে ফিরে বাকি অংশের কাজ শেষ হবে।’

এ দিকে আরও জানা যায়, একটানা শুটিং শেষ করে চলতি বছরই সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি প্রযোজনা করছে ব্লু জিনজার মাল্টিমিডিয়া। তথ্য সূত্র আরটিভি নিউজ।