News update
  • Hamid's departure: Body formed, Kishoreganj SP withdrawn     |     
  • The Taliban Took Everything – Even My Hope     |     
  • Port Sudan: No let-up in drone attacks     |     
  • ৬৪ লাখ টাকা খরচ করেও স্বপ্নই রয়ে গেল ইতালি     |     
  • Stock Market falls 150 points; Is Indo-Pak tension to blame     |     

লিপস্টিক ও কাক মার্কায় নির্বাচন করবেন ফারিয়া-ভাবনা !

গ্রীণওয়াচ ডেক্স সেলিব্রিটি 2024-01-02, 8:55pm

sgsgshh-1c244386020399081cb24d7eabdcb2af1704207414.jpg




শোবিজের দুই পরিচত মুখ নুসরাত ফারিয়া ও আশনা হাবিব ভাবনা। নির্বাচনে অংশগ্রহণ করলে লিপস্টিক মার্কায় দাঁড়ানোর ইচ্ছা আছে ফারিয়ার। অন্যদিকে, আশনা হাবিব ভাবনার মার্কা হবে কালো কাক। নিজেদের মধ্যে এমনটাই ঠিক করে নিয়েছেন ফারিয়া ও ভাবনা।

সম্প্রতি এক ভিডিওবার্তায় নিছক মজা করে হয়েছিলেন অভিনেত্রী আশনা হাবীব ভাবনার সঙ্গে। সেখানেই দুজনের সামান্য সময়ের আলাপচারিতা উঠে আসে। সেই আলাপনে নুসরাত ফারিয়া ভাবনাকে জিজ্ঞেস করেন, আমরা দুইজন যদি ইলেকশনে দাঁড়াই তাহলে আমাদের দুজনের মার্কাটা কী হবে বলতো?

এ সময় ভাবনা বলেন, তোর মার্কা হবে... তাকে কথা শেষ করতে না দিয়ে এসময় নুসরাত ফারিয়া নিজেই উত্তর দেন। বলেন, আমার মার্কা হবে লিপস্টিক, আর তোর মার্কা হবে কাউয়া।

উত্তর দিয়ে নিজেরা হেসে কুটি কুটি হন। বোঝাই যাচ্ছে এটা ছিল দুজনের মাঝরাতের মজা। আরে এক্ষেত্রেও এটাও বোঝা গেল যে ভাবনা ও নুসরাত ফারিয়ার মধ্যে সম্পর্ক্টা গভীর বন্ধুত্বের।

প্রসঙ্গত, নুসরাত ফারিয়া সর্বশেষ আলোচনায় এসেছিলেন বঙ্গবন্ধুর বায়োপিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয়। করে। এই ছবিতে তার অভিনয়ের প্রশংসা করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।  আরটিভি