News update
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • UNRWA chief: Ceasefire is the start, not the solution     |     
  • Sudan war becomes more deadly: Ethnically motivated attacks up     |     
  • Dhaka's RMG exports reach $38.48 bn in 2024: New markets up     |     
  • Bangladesh’s GDP Growth to Decline to 4.1% in FY25: WB     |     

সমালোচনার শিকার হয়ে আইডি ডিএক্টিভেট করলেন সাদিয়া আয়মান

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-10-22, 2:54pm

ewrewr-b1948cfa5dd9bb768701b5e3f26840661729587244.jpg




ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান হঠাৎ মধ্যরাতে ফেসবুক লাইভে এসে ভৌতিক বিষয় তুলে ধরে দর্শকদের সিমপ্যাথি অর্জনের চেষ্টা করেন। যেটা ছিল পুরোটাই সাজানো। অর্ধেক রাতে অনুসারীদের পিলে চমকে দিয়ে অন্য রকম প্রচারণায় নেমেছেন সাদিয়া। এতে ফেসবুক ভরে উঠেছে তার সমালোচনায়। তুমুল সমালোচনার পর নিজের আইডি ডিএক্টিভেট করলেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে সাদিয়া আয়মান বলেন, তিনি একটি ঘটনা শেয়ার করার জন্য বাধ্য হয়ে মধ্যরাতে লাইভে এসেছেন।

সাদিয়া বলেন, আমি বেশ কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। আমি জানিনা, এটা কেনো হচ্ছে। তবে বিষয়টা কয়েকবার ঘটেছে দেখেই আজকে লাইভে এসেছি।

বিস্তারিত তুলে ধরে সাদিয়া বলেন, ‘গত কয়েকদিন আগে আমি একটা শুট শেষ করে বাসায় ফিরছিলাম, তখন আপনাদের সবার পরিচিত একটি রাস্তায় যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত একজন কালো কেউ আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে নেমে দেখি সেখানে কেউ নেই।’

তিনি বলেন, ‘এরপরে আমরা নিরাপদে সেখান থেকে বাসায় চলে আসি। তবে চলে আসার পরেও বাসার বিপরীত দিকে আবারও সেই ব্যক্তিকে দেখতে পাই।’

কাঁপা কাঁপা কণ্ঠে সাদিয়া বলেন, ‘আমি কথা বলতে পারছি না, কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি সেই ব্যক্তি আমার বাড়ির নিচে দাঁড়িয়ে আছে।’

এভাবে পুরো লাইভে তিনি ভক্তদের একটি ঘোরের মধ্যে ফেলে দেন। মাঝরাতে অভিনেত্রীকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান অনুসারীরা। পরে বুঝতে পারেন, এটি একটি প্রচারণার অংশ।

অভিনেত্রীর লাইভ ভিডিও শেয়ার করে একজন লিখেছেন, ‘এরকম বাজে প্রমোশন আমি জীবনেও দেখিনি, মানুষের ইমোশন নিয়ে খেলে।’

আরেকজন লিখলেন, ‘পিও সাদিয়া আয়মান মধ্যরাতে এই নাটকটা না করলেও পারতেন। আজকাল প্রোমোশন এতো সস্তা কেন হয়ে যাচ্ছে যে মানুষের আবেগ নিয়ে খেলতে হবে?’

অভিনেত্রীকে নিয়ে একজন বললেন, ‘সাদিয়া আয়মান নাটক কম করো পিও, এতো রাতে লাইভে এসে মজা নেয়ার ইচ্ছে হলে অন্য ভাবেও আসতে পারতা।’

তাছাড়া মাঝরাতে এমন নাটক করার জন্য অভিনেত্রীকে আইনের আওতায় আনার কথাও বলেছেন এক অনুসারী।

ব্যাপক সমালোচনার মুখে ফেসবুক আইডি ডিএক্টিভেট করেছেন সাদিয়া আয়মান। তার আইডি বর্তমানে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে আইডি ডিএক্টিভেট করার আগে তিনি লাইভটিও সরিয়ে ফেলেন।

উল্লেখ্য, তার লাইভের পুরো ঘটনাই ছিল একটি ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। ‘বিভাবরী’ শিরোনামের সেই ফিল্মটি শিগগিরই আসছে দীপ্ত প্লে’তে। যেটি মূলত ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে। সময় সংবাদ