News update
  • Hadi is no more, state mourning on Saturday: CA     |     
  • Bangladesh capital market falls; weekly turnover lowest     |     
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     

দেবকে ‘আনফলো’ করলেন রুক্মিণী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2024-12-11, 12:16pm

dsfasdad-14e1ed390cc9501769d891a7fdda76091733897795.jpg




পশ্চিমবঙ্গের জনপ্রিয় তারকা জুটি দেব ও রুক্মিণী মৈত্র। তাদের প্রেম-ভালোবাসার কথা সবারই জানা। সম্পর্কের শুরু থেকেই কোনো রাখ-ঢাক করতে দেখা যায়নি এই জুটিকে। এমনকি হ্যাপি প্রেমিকযুগলের তকমাও পেয়েছেন তারা। তবে হঠাৎ কি হলো দেব-রুক্মিণীর। আর কেনই বা ভালোবাসার মানুষকে ‘আনফলো’করলেন রুক্মিণী।

জানা গেছে, দেবকে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসরণ করা বন্ধ করে দিয়েছেন রুক্মিণী। এরপর থেকেই মন খারাপ তাদের ভক্তদের‌। তবে টালিউডের অনেকেই দাবি করছেন, দেব-রুক্মিণীর এই বিচ্ছেদও নাকি সুপরিকল্পিত।

ঘটনার সূত্রপাত একটি ভিডিও থেকে। ‘খাদান’র প্রচারে বেরিয়েছিলেন দেব, ইধিকা পাল, যিশু সেনগুপ্তসহ সিনেমার পুরো টিম। আর সেখানেই নাকি দেব রসিকতা করে ক্যামেরার সামনে জানান, তিনি ‘সিঙ্গেল”। এই ভিডিও থেকেই শুরু দেব-রুক্মিণীর মনোমালিন্য মূলত এরপরেই আচমকা দেবকে ‘আনফলো’করেন রুক্মিণী। অথচ ৩০তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একসঙ্গে উপস্থিত ছিলেন দুজনেই। সেখানে মুখ্যমন্ত্রী মমতার সৌজন্যে রুক্মিণীর দেওয়া উত্তরীয় দেবের গলায় পৌঁছেছে।

সত্যিকারের মান-অভিমান থাকলে এই ঘটনায় অস্বস্তিতে পড়ার কথা দেব-রুক্মিণীর। কিন্তু সে দিন কোনো অস্বস্তি বা বিস্ময় তো ছিলই না বরং হাসিমুখেই উপভোগ করেন অনুষ্ঠানটি।

সত্যিই যদি কিছু সমস্যা থেকে থাকে, তা হলে রুক্মিণীকে অন্তত সে দিনের অনুষ্ঠানে এতটা হাস্যোজ্জ্বল দেখা যেত না। যদিও পরে অভিনেত্রীর সহকারী বলেন, দেবকে ‘আনফলো’করার ঘটনাটি নাকি ভুলবশত ঘটে গিয়েছে।আরটিভি