সাদিয়া জাহান প্রভা
সাদিয়া জাহান প্রভা। দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে নিয়মিত অভিনয় করছেন। সেই ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর বিজ্ঞাপন দিয়ে শুরু করে প্রভা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটকে অভিনয়ের মাধ্যমে বেশ আলোচনায় চলে আসেন।
জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ করে হয় ছন্দপতন। ব্যক্তিজীবনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনায় ভীষণ নাকানি-চুবানি খেতে হয় তাকে। এরপর অনেকটা সময় পর্দার আড়ালে ছিলেন প্রভা।
তবে সব কিছুকে পিছনে ফেলে ফের পর্দায় ফেরেন। কাজ দিয়ে সারিয়ে তুলেছেন অতীতের সেই ক্ষত। বর্তমানে অভিনয় করছেন নিয়মিত। কিন্তু তারপরও প্রাক্তন নিয়ে প্রশ্ন পিছু ছাড়ে না অভিনেত্রীর।
সম্প্রতি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথম প্রেম ও প্রাক্তনের ওপর ক্ষোভ প্রকাশ করে প্রভা বলেন, আমার জীবনের প্রথম প্রেমটাকে প্রাক্তন মনে করি না। আমি মনে করি, সে প্রাক্তন নয়, শত্রু। কারণ, প্রাক্তন এতটা হিংস্র হতে পারে না! আমার কাছে যে অস্বস্তিকর, সে আমার প্রাক্তন হতে পারে না। এরপরও যাদের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে তাদের সঙ্গে আমার অনেক সুন্দর মুহূর্ত আছে। এতে গুণবান প্রাক্তনদের সঙ্গে আমি তাকে তুলনাই করতে চাই না।
অভিনেত্রী যোগ করেন, প্রাক্তন শব্দটা আমার কাছে ভীষণ প্রিয় একটা শব্দ। যে মানুষটার সঙ্গে খারাপ ঘটনা ঘটেছে বলেই তো সম্পর্কটা শেষ হয়েছে। তার সঙ্গে সুন্দর ঘটনাও কিন্তু আছে। ‘প্রাক্তন’ আমার কাছে সুন্দর একটা নাম। তার সঙ্গে সুন্দর মুহূর্ত ছিল। আমার জন্য রাতেরবেলায় দাঁড়িয়েছিল, এটা করেছে ওটা করেছে। অনেক সুন্দর সুন্দর স্মৃতি থাকে।
সম্প্রতি দেশে ফিরেছেন প্রভা। নিজেকে দক্ষ মেকআপ আর্টিস্ট হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের দ্য মেকআপ একাডেমি’ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে জনপ্রিয়।সম্প্রতি দেশে এসেছেন প্রভার। এরপরই সংবাদকর্মীদের মুখোমুখি। সেখানেই কিং খানকে নিয়ে নিয়ে মন্তব্য তার।
আরটিভি