News update
  • BUET team awarded for early breast cancer screening system     |     
  • Greater worker-owner bonhomie needed to speed up dev: Yunus     |     
  • Dhaka’s Rickshaws: The untold mystery of their numbers     |     
  • Historic May Day today - Thursday     |     
  • 248 arrested, illegal nets seized in 6-day drive: River Police     |     

বাংলাদেশ নিয়ে ট্রলের শিকার স্বস্তিকা, কড়া জবাব অভিনেত্রীর

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-03-16, 7:43am

998157565bee1489e7e6e61d7d679605d2163bb165107951-d61849337c45e5396f694d82ad8d3ad61742089415.jpg




বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সরব হয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছাত্রছাত্রীদের গায়ে হাত তোলার প্রতিবাদ জানান তিনি। এবার বাংলাদেশ প্রসঙ্গে ট্রল করা হয়েছে অভিনেত্রীকে। তাতে চুপচাপ না থেকে কড়া জবাব দিয়েছেন ওপার বাংলার এই হার্টথ্রব নায়িকা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সরব থাকেন স্বস্তিকা। তার একমাত্র মেয়েকে নিয়েও নানা রকম ছবি পোস্ট করেন তিনি।

সম্প্রতি মেয়েকে নিয়ে এক সুন্দর অনুভূতি শেয়ার করতেই ট্রলের মুখে পড়েছেন স্বস্তিকা। কটাক্ষ করা হলো বাংলাদেশ প্রসঙ্গ টেনে। যার মোক্ষম জবাব দিতে ভুললেন না অভিনেত্রী।

মেয়ে অন্বেষা কর্মসূত্রে বিদেশে থাকেন। সেখান থেকেই মাঝে মধ্যে তাকে ছবি পোস্ট করতে দেখা যায়। আর উইকেন্ডে চুটিয়ে ছুটি উপভোগ করছেন স্বস্তিকাকন্যা।

আর মেয়ের সেই ছবি দেখে নিজের শহরে গাড়িতে বসে একটি সেলফি পোস্ট করলেন স্বস্তিকা। ক্যাপশনে লিখলেন, যে যেখানে থাকেন, সেটাই তার দেশ। মাতৃভূমি মাতৃভাষার মতোই সবচেয়ে সুন্দর। সবচেয়ে প্রিয়। সবচেয়ে প্রাণের। কিন্তু দেশ যেখানে থাকি সেটাই। যাক এটা নিয়ে তর্ক পরে হবে। মেয়ে নিজের দেশে এদিক ওদিক যাচ্ছে, আর ফটো পাঠাচ্ছে।

এরপর খানিকটা আক্ষেপের সুরেই স্বস্তিকা বলেন, আমার বয়স কম হলে আমিও কেন সেসব ঘুরে দেখতে পারছি না বলে গাল ভারী করতাম। এখন যেখানে আছি সেখান থেকেই হাসিমুখে ছবি তুলি। আমিও আমার দেশেই, গাড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় কাজ করে বেড়াচ্ছি। যেদিন মেয়ের সঙ্গে আবার দেখা হবে সেদিন আমার ছুটি হবে। মা বলত- এমন দিন আসবে দেখবি পায়ের তলায় চাকা। সেই কথাই ঘটলো, টোটো কোম্পানি হয়ে খালি হিল্লি দিল্লি করে বেড়াচ্ছি। আর বুঝলাম গাড়িতে তোলা সেলফিটাই বেস্ট।

অভিনেত্রীর এই পোস্টে এক নেটিজেন মন্তব্য করেন ‘বাংলাদেশে গেছে কি?’ জবাবে প্রতাপ সঙ্কর নামক ওই ব্যক্তিকে রীতিমতো ধুয়ে দিয়েছেন স্বস্তিকা।

তিনি বলেন, ‘আমি গেছি। আবার যাব। যার যেখানে দরকার সেখানেই যাবে। আপনার মতে, আমি কেন কেউই কোথাও যাবে বলে মনে হয় না। আপনি গিয়ে ঘুরে আসুন।’

এরপর আরেক নেটিজেন লেখেন, ‘বাংলাদেশ নিয়ে কত লেখালেখি করতেন, টাইমলাইন ভরে থাকত ছাত্র আন্দোলন, বিপ্লব ইত্যাদি ইত্যাদি যাবতীয় ঘটনা প্রবাহ। এখন আর কিছু লেখেন না কেন? খরচা পানি আসা বন্ধ হয়ে গেছে বুঝি?’

এমন মন্তব্যের জবাবে সেই নেটিজেনকে ব্যঙ্গ করে স্বস্তিকা সম্মতি জানিয়ে লেখেন ‘হ্যাঁ’।

প্রসঙ্গত, সবশেষ সৃজিত পরিচালিত ‘টেক্কা’ সিনেমায় অভিনয় করেন স্বস্তিকা। পাশাপাশি অভিনয় করেছেন দেব। এ সিনেমায় দেবকে কিডন্যাপার হিসেবে দেখা যাবে যে কিনা স্কুলে পড়া এক শিশুকে কিডন্যাপ করে। সিনেমায় অভিনেত্রী রুক্মিনী মৈত্র একজন সাহসী পুলিশ অফিসার হিসেবে ধরা দিয়েছেন। সময়