News update
  • Sharif Osman Hadi No More     |     
  • Tarique Rahman to Return Home With Daughter on Dec 25     |     
  • ILO praises Bangladesh’s labour reforms, new milestones     |     
  • Depositors stranded as Sammilito Islami Bank is in liquidity crisis     |     
  • BNP faces uphill task to reach seat-sharing deal with allies     |     

শুটিংসেটে আহত হয়ে ঢাকা ফিরেছেন তটিনী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-14, 6:32am

55a1b686327a3d65612a6882af691e723d22c8d5d39f85cf-2c6805dfe9019f6ebafc086f525273001747182760.jpg




কোরবানি ঈদের বিশেষ নাটকে কাজ করার সময় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী আহত হয়েছেন।নাটকের শুটিং চলছিল চট্টগ্রামে। সে শুটিং স্পটেই রোববার (১১ মে) সন্ধ্যায় আহত হন তিনি।

সংবাদমাধ্যমে তটিনীর আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন তার সহশিল্পী অভিনেতা তৌসিফ মাহবুব।

তিনি বলেন, আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম চট্টগ্রামে। রোববার (১১ মে) সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় চোট পায় তটিনী।

ঘটনার পরপরই অভিনেত্রীকে দ্রুত সেখানকার একটি হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ওই রাতেই হোটেলে ফেরেন তিনি।

চিকিৎসক বিশ্রামের পরামর্শ দেয়ায় শুটিং অসমাপ্ত রেখে সোমবার (১২ মে) সকালের ফ্লাইটে ঢাকা ফেরেন তটিনী।

অভিনেত্রী বলেন, ‘আল্লাহর রহমতে এখন কিছুটা ভালো আছি। তবে এখনো সুস্থ অনুভব করছি না, খুবই অসুস্থ লাগছে। শরীরটা ভালো লাগছে না। দু-এক দিন একটু কষ্ট হবে। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে যাব, ইনশাহআল্লাহ।’

প্রসঙ্গত, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে ‘মন মঞ্জিলে’ নামের এক বাংলোতে ঈদের বিশেষ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ জুটি। শুটিং চলাকালে অসাবধানতাবশত শুটিংয়ের একটি লাইট স্ট্যান্ড তটিনীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পান অভিনেত্রী। সময়।