News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

নুসরাত ফারিয়ার সঙ্গে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন: সিয়াম

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-20, 6:57am

img_20250520_065654-26fce53db66a39b0cd778a8206cc91fa1747702633.jpg




হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার এবং কারাগারে পাঠানোর ঘটনা স্রেফ প্রহসন বলে মন্তব্য করেছেন চিত্রনায়ক সিয়াম আহমেদ।

সোমবার (১৯ মে) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

সিয়াম লেখেন, যাদের আইনের আওতায় আনা দরকার, তারা প্রটোকল নিয়ে সপরিবারে দেশের বাইরে চলে যায়। তারা যাওয়ার পর আমরা জানতে পারি যে তারা চলে গেছে। আর এয়ারপোর্টে আটকানো হয় কাকে? আমাদের সহকর্মী ফারিয়াকে! এরপর কোর্টে ওঠানো হয়, তার জামিনও নামঞ্জুর হয়। এরচাইতে হাস্যকর আর কী হতে পারে?

তিনি আরও লেখেন, আর্টিস্ট, ব্যবসায়ী, রাজনীতিবিদ কিংবা যেকোনো প্রফেশনের কেউই আইনের উর্ধ্বে না। কিন্তু ফারিয়ার অপরাধটা কী? কোনো সিনেমায় কাজ করা নিশ্চয়ই কোনো আর্টিস্টের অপরাধ হতে পারে না। একই সিনেমায় বাংলাদেশের শত শত আর্টিস্ট কাজ করেছে, অডিশন দিয়েছে। এখন সবাইকে কি জেলে ভরবেন? যে মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সেখানে ফারিয়ার নাম থাকাটা কতটা হাস্যকর, তা সংশ্লিষ্ট সকলেই জানেন। একটা মার্ডার কেইসে ৩০০-৪০০ আসামির ভেতর আর্টিস্টদের নাম ঢুকিয়ে দেয়া একটা ফাজলামো ছাড়া আর কিছু না।

অবিলম্বে ফারিয়ার মুক্তি দাবি করে তিনি আরও লেখেন, ফারিয়ার সাথে যা হচ্ছে, তা স্রেফ প্রহসন। অবিলম্বে ফারিয়ার মুক্তি চাই। আর আমরা আর্টিস্টরাও মাশাআল্লাহ এত ইউনাইটেড, একবারে শুধু নিজের বেলাতেই এক্সপেক্ট করব যে সবাই কথা বলবে। আর বাকি সময় আমরা চুপচাপ থাকব। কী বলব আর এই নিয়ে! কিছু বলার নেই...

সরকারের উদ্দেশে এ অভিনেতা বলেন, সরকারের পলিসিমেকারদের বলব, টু ডু লিস্টটা ঠিক করেন কাইন্ডলি৷ এত এত কিছু করার আছে, সেসব না করে আর্টিস্টদের হয়রানি করা বন্ধ করেন। As a nation we have bigger and more important things to focus on. কিছু একটা হলেই আর্টিস্টদের এভাবে হয়রানি করে দেশের মানুষের অ্যাটেনশন ডাইভার্ট করে আমাদের হাসির পাত্র বানানো হয়। আর্টিস্টরা এতটাও সস্তা না৷ একটা সভ্য দেশে এমন হওয়ার কথা না। Artists should not be taken for granted. সময়।