News update
  • Interim govt plans promotion drive to boost bureaucracy     |     
  • Pakistan Reels Under Monsoon Deluge as Death Toll Climbs      |     
  • Prof Yunus stresses transparency in finalising July Charter     |     
  • Fakhrul suspects plot to thwart February polls     |     
  • UN Warns Gaza Children Face Starvation Amid Total Collapse     |     

নজর কাড়লেন জয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-05-27, 12:07am

12d461d7fd4f6f49fb3986ed6f76690c06cf9f996a841e7a-d848c40efd298d5e1c35aabf1e6e59bd1748282872.jpg




জয়া আহসান বর্তমানে ‘তাণ্ডব’ সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন। কোরবানি ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘তাণ্ডব’ সিনেমার ডাবিংয়ের কাজের জন্য কলকাতায় রয়েছেন তিনি।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। ছবিতে দেখা যায়, নেভি ব্লু রঙের হাই-নেক সাটিনের একটি ড্রেস পরেছেন তিনি। এ সময় জয়ার চেহারায় ফুটে ওঠে মুগ্ধতা, আর ভঙ্গিমায় দেখা যায় আত্মবিশ্বাস।

বলা বাহুল্য, এই ফটোসেশনে জয়ার রূপের শৈল্পিকতা যেমন ফুটে উঠেছে, পাশাপাশি নিজের ভেতরের ভাবনা প্রকাশ করেছেন সুন্দরভাবেই। তাইতো ক্যাপশনে লিখেছেন, ‘তোমার দেয়া পাহাড়ের মাইল মাইল পথও আমার পিপাসা মেটাতে পারে না; আমি তো সমুদ্র চাই’।

তার এই পোস্টে একজন লিখেছেন, ‘আমি যখন তোমার সমুদ্রে ডুবে যাব তখন অবাক হইও না।’ আরেকজন লিখেছেন, ‘আর বিনিময়ে, আমি তোমাকে তারায় ভরা আকাশ এনে দেব- কারণ তোমার আত্মা সমুদ্রের শান্তি এবং পাহাড়ের মহিমা উভয়েরই যোগ্য।

কলকাতার অরাল স্টুডিওতে শাকিব, জয়ার সঙ্গে রয়েছেন পরিচালক রায়হান রাফি, প্রযোজক শাহরিয়ার শাকিলও। সারাদিন ডাবিংয়ে ব্যস্ত সময় পার করার পর সন্ধ্যায় কাজের ব্যস্ততা কাটাতে পার্টির আয়োজন করেন তারা।

পার্টিতে শাকিব, জয়া, রাফি, শাকিলদের সঙ্গে যোগ দেন ওপার বাংলার খ্যাতিমান তারকারা। যাদের মধ্যে রয়েছেন এসভিএফের দুই কর্ণধার শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি।

টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যকেও দেখা যায় সন্ধ্যার বিশেষ পার্টিতে। সময়।