News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মৌসুমীর ডিভোর্সের কথা বলে ওমর সানীর তোপের মুখে কনটেন্ট ক্রিয়েটর

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-04, 8:03am

img_20250604_080115-bf6518bb8b1ae4e9aa10c1439fb3e6051749002582.jpg




ঢাকাই সিনেমার তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। নব্বইয়ের দশক থেকে দেশের ইন্ডাস্ট্রিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন তারা। একসঙ্গে জুটি বেঁধে উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল সিনেমা। বাস্তব জীবনেও এই জুটির বন্ধন অটুট। অভিনয়ের সূত্র ধরেই পরিচয় হয়েছিল এই তারকাজুটির। সেই পরিচয় থেকে প্রেম, পরে বিয়েতে পরিণয় পায় তাদের সম্পর্ক।

এদিকে, অসংখ্য দর্শকপ্রিয় সিনেমার নায়িকা মৌসুমী। মাঝে ছিলেন দুই বছরের বিরতিতে। কিছুদিন আগে গুঞ্জন ওঠে- অভিনয়কে ইতি জানিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, চলতি মাসের শুরুতে মৌসুমীর স্বামী ওমর সানী জানান, মৌসুমী ভুলে যেতে চান তিনি মৌসুমী  ছিলেন! ওমর সানীর ওই মন্তব্যের পর অনেকে ধরেই নিয়েছিলেন, কোনো দিন হয়তো মৌসুমীকে আর পর্দায় দেখা যাবে না।

সব গুঞ্জন উড়িয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন মৌসুমী। এবার সিনেমা নয়, তিনি আসছেন টেলিছবি নিয়ে।

দুই বছর ধরে মৌসুমী বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। মায়ের অসুস্থতা আর মেয়ের পড়াশোনার কারণে পরিবারকে সময় দিচ্ছেন।এর ফাঁকে ‘পিএস চাই সুন্দরী’ নামে টেলিছবির শুটিংয়ে অংশ নিয়েছেন মৌসুমী। সম্প্রতি ভার্জিনিয়ার বেইলি স্ট্রিম লং আইল্যান্ডে হয়েছে টেলিছবিটির শুটিং। এতে মৌসুমীর সহশিল্পী হাসান জাহাঙ্গীর ও আকাশ রহমান।এই টেলিছবির দুটি স্থিরচিত্র শেয়ার করেছেন জুনিয়র মিশা নামের একজন।

ফেসবুক পেইজে শেয়ার করা ওই ছবিতে লেখা হয়েছে, ওমর সানীকে ডিভোর্স দিয়ে বিয়ে করছেন অভিনেতা ও নির্মাতা হাসান জাহাঙ্গীরকে নায়িকা মৌসুমী, এখন আমেরিকায় অবস্থান করছেন, বিস্তারিত জানতে অপেক্ষা করুন। আর এতে খেপে গেছেন ওমর সানী। জুনিয়র মিশা নামের ওই কনটেন্ট ক্রিয়েটরকে জুতা মারতে চাইলেন এই অভিনেতা। প্রকাশ্যেই পোস্টের নিচে এমন মন্তব্য করেছেন তিনি। ওমর সানী লিখেছেন, তোকে জুতাপেটা করা উচিত।

অন্যদিকে, টেলিছবিটি দেশের বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলেও মুক্তি পাবে। বিষয়টি জানিয়ে ওমর সানীকে ধন্যবাদ দিয়েছেন হাসান জাহাঙ্গীর। 

তিনি বলেন, বাংলার সেরা অভিনেত্রীর জায়গাটা আগেও ছিল, এখনো আছে, তার প্রমাণ মিলবে আঞ্চলিক ভাষায় ভিন্ন গেটাপে অভিনয়ের মাধ্যমে। ধন্যবাদ, আকাশ রহমান ও এশা রহমানকে। অনেক দিন পর বাংলার গুণী অভিনেত্রী মৌসুমী ম্যাডামকে পর্দায় বিশালভাবে প্রেজেন্ট করার জন্য ধন্যবাদ ওমর সানি, আপনাকে। চলচ্চিত্রের আইডল কাপল, সাদা মনের মানুষ, বাংলার বাঘখ্যাত রয়েল হিরো, আপনার সাপোর্টের জন্য।