News update
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     
  • New gas reserve found in old well at Sylhet Kailashtila field     |     
  • Revenue earnings shortfall widens in October     |     

কালোতে মোহনীয় অপু বিশ্বাস

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-24, 6:57am

1feb96f958b401f4129c59aa1ac27e0b606434125dde217b-6511ba5540928f236788c518babca8101750726642.jpg




নতুন একটি ফটোশুটে কালো রংয়ের পোশাকে মোহনীয় লুকে ধরা দিলেন ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ফটোশুটের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী।

আসুন এক নজরে দেখে নিই, চিত্রনায়িকা অপু বিশ্বাসের কয়েকটি মোহনীয় লুক-

১। কালো রংয়ের পোশাকে ছিল সোনালী রংয়ের কাজ। সোনালী লেইস, চুমকি, পাথর আর সোনালী সুতার অল্প কাজ করা পোশাকে ছিল আভিজাত্যের ছোঁয়া।

২। পোশাকের সঙ্গে মিল রেখে পরেছিলেন মেরুন পাথরের সোনার গয়না। হাতে ছিল সোনালী রংয়ের ঘড়ি।

৩। আউটফিটের সাথে মিল রেখে চুল উঁচু করে খোঁপা বাঁধা ছিল।

৪। গ্লামার মেকআপে চোখে ছিল স্মোকি সাজ।

৫।  কালো রংয়ের ফ্লোর টাচ করা গাউন পরেছিলেন অপু।