News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

চিত্রনায়ক নাঈমের দাবি মেনে নিল ঢাবি কর্তৃপক্ষ

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-26, 10:31pm

4ac24ab2a854cbc79c572f5ef77edd1c4d6ffe9a24f8527b-b37e6932abbf3243ac04550df97d48a81750955463.jpg




নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি ছিলেন ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম। ঢাকার নবাব পরিবারের বংশধর হিসেবে অনুষ্ঠানে উপস্থিত হন এ চিত্রনায়ক।

গত ৭ জুন ছিল নবাব স্যার সলিমুল্লাহর ১৫৩তম জন্মবার্ষিকী। দিনটি বিশেষভাবে উদ্‌যাপিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে। দিনটি স্মরণে বিশেষ র‌্যালি, রচনা-কুইজ প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় রাখা হয় পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রীতিভোজ অনুষ্ঠান।

নবাব স্যার সলিমুল্লাহ ছিলেন ঢাবি প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা। ব্রিটিশ সরকারের কাছে ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সক্রিয় ভূমিকা রাখেন তিনি। প্রতিষ্ঠানটির জন্য জমি দান করেন। এমনকি ১৯২০ সালে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যাক্ট’ পাশ করাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

তার ১৫৩তম জন্মবার্ষিকী উদ্‌যাপনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, হলের শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান নবাব পরিবারের বংশধর চিত্রনায়ক নাঈম। সেই সঙ্গে দাবি করেন, যেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা ও মুসলিম সমাজের উন্নয়নে নবাব সলিমুল্লাহর অবদানের যথাযথ স্বীকৃতি ও স্মরণ নিশ্চিত করে।

অভিনেতার দাবি আন্তরিকভাবে গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেন অভিনেতা নিজেই। অভিনেতা একটি ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, নবাব পরিবারের পক্ষ থেকে তার পরিবার নবাব সলিমুল্লাহর অবদানের জন‍্য দাবি পেশ করেন। তাদের এ দাবি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীসহ সবার দাবি ছিল, যা কর্তৃপক্ষ সানন্দে গ্রহণ করেছে।