News update
  • CA Yunus pays homage to Liberation War martyrs on Victory Day     |     
  • Bangladesh capital market extends losing streak for second day     |     
  • Bangladesh celebrates Victory Day Tuesday     |     
  • 'Different govts presented history based on their own ideologies': JU VC     |     

মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন: চমক

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-06-29, 5:49am

img_20250629_054727-fc60000c5b0f2bc43c996dbb32679b301751154565.jpg




কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরে ঢুকে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনা ঘটেছে। নির্যাতনের ৫১ সেকেন্ডের একটি ভিডিও শনিবার (২৮ জুন)  রাত থেকে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। 

এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের পাশাপাশি তারকারাও ধর্ষণের ঘটনায় আসামিদের বিচারের দাবি জানিয়েছেন। সেই কাতারে আছেন ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক যিনি জুলাই আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে রাজপথেও বেশ সরব ছিলেন। এবার তিনি সরব হলেন ধর্ষণের বিচারের দাবিতে। সেইসঙ্গে ন্যায় বিচারের জন্য সবাইকে আওয়াজ তুলতে বললেন এই অভিনেত্রী।

কুমিল্লার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চমক লিখেন, যারা মেয়েটির বিবস্র ভিডিওটি শেয়ার করেছেন, প্লিজ দয়া করে সেটা ডিলিট করে দিন। আপনার কাছের লোকদেরও অনুরোধ করুন। ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলুন তবে মেয়েটির ব্যক্তিগত গোপনীয়তা ও সম্মানকে রক্ষা করে।

এদিকে মুরাদনগরে ঘরে ঢুকে গলায় ছুরি ধরে নারীকে ধর্ষণের ঘটনার ভিডিও ভাইরাল করা তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) রাত দেড়টার দিকে কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান স্বাক্ষরিত সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে গ্রেপ্তারকৃতদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। অভিযুক্তকে ধরতে পুলিশের দুটি টিম মাঠে রয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।