News update
  • Trump considering military options on Greenland; Europe rejects     |     
  • Fertiliser crunch threatens Kushtia’s onion boom despite high prices     |     
  • Security Council Divided on United States' Venezuela Action     |     
  • Over 1.53m voters register for postal balloting: Shafiqul Alam     |     

শাকিবের সঙ্গে ছবি পোস্ট করে মিষ্টি বললেন ‘সেই প্রথম বার’

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-03, 7:30am

f2d2ef025b119a026c1d412a1dec28476d78747d50001521-86db51d4d14df1366a5009f1a42a5ac31751506253.jpg




গত বছর শোনা গিয়েছিল মেগাস্টার শাকিব খান বিয়ে করতে যাচ্ছেন। গুঞ্জন উঠেছিল ডাক্তার পাত্রীকে বিয়ে করবেন তিনি। তখন সবাই সন্দেহের তীর তুলেছিলেন অভিনেত্রী ও ডাক্তার মিষ্টি জান্নাতের দিকে। এরপর নতুন নতুন ছবিতে ডুবে যান শাকিব। বিয়ের সেই গুঞ্জনও থেমে যায়। এবার মিষ্টি আবারও সেই গুঞ্জনে দোলা দিলেন ফেসবুকে ছবি পোস্ট করে।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত ছবি পোস্ট করেছেন। যা নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন। শুরু হয়েছে শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাতের প্রেমের গুঞ্জন।

শেয়ার করা ছবিতে ক্যাপশনে মিষ্টি জান্নাত লিখেছেন, ‘সেই প্রথম বার।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার তিনটি ইমোজি। নেটিজেনদের ধারণা শাকিবের সঙ্গে মিষ্টি জান্নাত প্রেম করছেন। 

কিছুদিন আগে শাকিব খানের সঙ্গে খানিকটা একান্ত মুহূর্তেই দেখা মিলেছিল মিষ্টি জান্নাতকে। রোববার মধ্যরাতে সামাজিক মাধ্যমে তিনটি ছবি প্রকাশ করেন মিষ্টি জান্নাত। সেখানে দেখা যায়, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। সেই পোস্টের ক্যাপশনে মিষ্টি জান্নাত লেখেন, 'লাভ লাভ'। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক। আর চিকিৎসক হওয়ার কারণেই মিষ্টি ও শাকিবকে নিয়ে এত এত গুঞ্জন-জল্পনা।