News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

ইউটিউবে ফ্রি-তে দেখা যাবে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-09, 4:37pm

61739799fb13455728b7a76a1151cde76b63f1ae538d6958-8de93c563f738973c09f5e8f0123c1b11752057447.jpg




কাজল আরেফিন অমি পরিচালিত সাড়া জাগানো সিরিয়াল 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫ এবার ইউটিউবে আসছে। সপ্তাহের প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার সন্ধ্যা ৭:৩০ মিনিটে বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলে দেখা যাবে কাবিলা, পাশা, হাবু, শিমুলদের জীবনযাপনের গল্পে নির্মিত এ নাটক।

পরিচালনার পাশাপাশি অমি এবার প্রযোজনা করছেন। তার নিজের প্রডাকশন হাউজ বুম ফিল্মসের ইউটিউবে সম্পূর্ণ ফ্রি-তে দেখা যাবে ব্যাচেলর পয়েন্টের সিজন ৫। তিনি বলেন, ওটিটি স্ট্যান্ডার্ডে বানানোর পরেও অনেকে সিরিয়ালটি চায় ইউটিউবে দেখতে। এসব দর্শকদের কথা মাথায় রেখে ইউটিউবে দেখার সুযোগ করে দিচ্ছি। শুধু প্রমোশনাল কনটেন্ট আপলোড দিয়ে বুম ফিল্মসে ছয় লাখ সাবক্রাইবার ছাড়িয়েছে।

অমি বলেন, এতে বোঝা যায় দর্শক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫ ইউটিউবে দেখার জন্য কি পরিমাণ আগ্রহী। আমি কনফিডেন্ট, দর্শক ওটিটি স্ট্যান্ডার্ডের সিরিজ ইউটিউবে একেবারে প্রথম পর্ব থেকে উপভোগ করতে পারবেন। তারা যে স্ট্যান্ডার্ড প্রত্যাশা করে আছে, বেটার কিছু পাবে।

ইউটিউবের আগে বঙ্গ অ্যাপে 'ব্যাচেলর পয়েন্ট' সিজন ৫-এর প্রথম আটপর্ব গত মাসেই মুক্তি পেয়েছে। অমি বলেন, অ্যাপে রেকর্ড পরিমাণ দর্শকদের কাছে ইতোমধ্যে পৌঁছুতে পেরেছি। এবার সেকেন্ড রিলিজ হচ্ছে ইউটিউব। যারা আগেই অ্যাপে দেখেছেন তারা হয়তো না দেখতে পারেন। ইউটিউবের পর আবার টিভিতেও যাবে। সবমাধ্যমে দর্শক রয়েছেন। আমি চাই, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে তাদের কাছে কাজটি পৌঁছাক।

এদিকে, ১০ জুলাই থেকে সপ্তাহে দুই দিন বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা প্রাণ ভরে সিরিজটি উপভোগ করতে পারবেন। ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং প্রচারের পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে দ্বিতীয় পুনঃপ্রচার করবে চ্যানেল আই।

জানা গেছে, সিরিয়ালটির প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে। প্রতিবারের মতো এবারও ‘ব্যাচেলর পয়েন্ট’-সিজন ৫ এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, শিমুল শর্মা, লামিয়া লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠুসহ অনেকে।