News update
  • Bangladesh Faces $1.25 Billion Export Loss from US Tariffs     |     
  • Israel Expands Gaza Assault as UN Warns of ‘Genocide’     |     
  • World Ozone Day Highlights Progress and Future Action     |     
  • DG Health Services gives 12 directives to treat dengue cases     |     
  • Stock market shows recovery as investors back: DSE chairman     |     

অসুস্থ ফরিদা পারভীনের খোঁজ নিলেন খালেদা জিয়া

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-11, 7:12pm

68ede1ede1fe9a50a36f7c97ad768b7ce44b3e3e55992239-513c8d69a51b64392c881e7a0d810ff01752239568.jpg




চিকিৎসাধীন শিল্পী ফরিদা পারভীনের খোঁজ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার (১০ জুলাই) রাতে সাবেক আয়শা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন শিল্পীর খোঁজ নিতে দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে হাসপাতালে পাঠান বিএনপি চেয়ারপারসন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

প্রেস উইং জানায়, ফরিদা পারভীনের দ্রুত আরোগ্য কামনা করেছেন বেগম খালেদা জিয়া। এছাড়া বরেণ্য এই শিল্পীর যথাযথ ও উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারকেও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

গত ৫ জুলাই কিডনি, শ্বাসকষ্ট জনিত রোগসহ নানা শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন একুশে পদক প্রাপ্ত এ শিল্পী। প্রথমে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা করা হলেও, বর্তমানে কেবিনে চিকিৎসাধীন রয়েছেন তিনি। স্বজনরা জানিয়েছেন এখন অনেকটাই সুস্থ তিনি।

১৯৬৮ সালে রাজশাহী বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে নজরুলসংগীত গাইতে শুরু করেন ফরিদা। ১৯৭৩ সালের দিকে দেশাত্মবোধক গান গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। সাধক মোকসেদ আলী শাহর কাছে ফরিদা পারভীন লালনসংগীতের তালিম নেন।

১৯৮৭ সালে সংগীতাঙ্গনে বিশেষ অবদানের জন্য একুশে পদক পান। এ ছাড়া ২০০৮ সালে তিনি জাপান সরকারের পক্ষ থেকে ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার’ পুরস্কারও পেয়েছেন। সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন ১৯৯৩ সালে।