News update
  • Cold wave disrupts life, livelihoods across northern Bangladesh     |     
  • US to Exit 66 UN and Global Bodies Under New Policy Shift     |     
  • LPG Supply Restored Nationwide After Traders End Strike     |     
  • Stocks advance at both bourses; turnover improves     |     
  • LCs surge for stable dollar, but settlement still sluggish     |     

আইএমডিবি জরিপে বিশ্বের জনপ্রিয় ৫ তারকা

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-15, 8:21pm

5e78b1ca370afb4c1334fc43964e71e1abff59c2da059ce5-04443ebb1aae4b4db405279eeae6da041752589272.jpg




বিশ্বের আলোচিত তারকাদের নিয়ে নিয়মিত একটি জনপ্রিয় তারকাদের তালিকা করে আইএমডিবি। সম্প্রতি বিশ্বব্যাপী জনপ্রিয় ৫০ তারকার নাম প্রকাশ করেছে ওয়েবসাইটটি।

মূলত যেসব তারকাদের নিয়ে বিশ্বব্যাপী নেটিজেনরা বেশি চর্চা করেন, সেসব তারকারাই জায়গা করে নেন আইএমডিবির ‘জনপ্রিয় তারকা’ শিরোনামের ক্যাটাগরিতে।

আসুন এক নজরে জেনে নিই, সম্প্রতি সময়ে বিশ্বব্যাপী জনপ্রিয় ২৫ তারকাদের নাম-

১। অভিনেতা ডেভিড কোরেন্সওয়েট।

২। অভিনেত্রী র‍্যাচেল ব্রসনাহান।

৩। অভিনেতা নিকোলাস হল্ট

৪। নির্মাতা জেমস গান।

৫। অভিনেত্রী ম্যাগি কিউ।

এরপর আরও যারা রয়েছেন তারা হলেন-

৬। জুলিয়ান ম্যাকমাহন, ৭। ইসাবেলা মারসেড, ৮। ক্যারি কনডন, ৯। মাইকেল ম্যাডসেন, ১০। ব্র্যাড পিট, ১১। স্কারলেট জনসন, ১২। অ্যাঞ্জেলা সারাফয়ান, ১৩। মাইকেলা হুবার, ১৪। চার্লিজ দারন, ১৫। জনাথন বেইলি, ১৬। অ্যানা ডে আমস, ১৭। মিল্লি অ্যালকুক, ১৮। হেইলি স্টেইনফেল্ড, ১৯। উইল শার্প, ২০। মেলিশা বেনোইস্ট, ২১। জ্যাক ও কনেল, ২২। প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ২৩। নাথান ফিলিওন, ২৪। টম স্টুরিজ, ২৫। টম ক্রজ।

প্রসঙ্গত, বিশ্বব্যাপী জনপ্রিয় সর্বমোট ৫০ তারকাদের নাম দেখাচ্ছে আইএমডিবি। যার মধ্যে এশিয়ার একমাত্র ভারতীয় তারকা প্রিয়াঙ্কা চোপড়া।