News update
  • Intimidation or bloodshed cannot halt Bangladesh’s march to democracy     |     
  • Khaleda Zia integral to an important chapter in BD history: Yunus     |     
  • Enthusiasm marks Victory Day celebrations across Bangladesh     |     
  • Dhaka-Delhi ties deep; to be shaped by trust, dignity, mutual respect     |     
  • EU deploys election observation mission to Bangladesh     |     

সাদা-লালে নববধূ সেজে হাজির অপু-বুবলী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-20, 6:28am

5d2df3c88e59c5946c8d66df4d874bbaf02860b65aee1080-5d5e1c2b3d64acae06c1d43f479ac9381752971298.jpg




ঢাকাই সিনেমার তারকাদের ইদানীং দেখা যাচ্ছে নানারকম ফটোশ্যুট করতে। তবে নববধূর সাজে মোহনীয় হতেই বেশি দেখা যাচ্ছে তাদের। সম্প্রতি ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী সেজেছে নববধূর সাজে।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় নববধূর সাজে হাজির হয়েছেন। ব্রাইডাল মেকওভারে বরাবরই অনন্য ছিলেন অভিনেত্রী। এবারও যেমন লাল বেনারসিতে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন অপু। ক্যাপশনে লিখেছেন, যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয়, তখন জাদু ঘটে।

ছবিতে দেখা গেছে, লাল বেনারসির সঙ্গে ভারি গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী। হাতে আলতা দিয়েছেন, মাথায় ছিল টিকলি।

নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অপুর চোখে মুখে ফুটে উঠেছে সৌন্দর্য। যেই সৌন্দর্যে মোহিত হয়েছেন ভক্তরাও। তারা বলেছেন, নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকনও বটে।

অন্যদিকে একইসময়ে নববধূর সাজে দেখা মিলেছে আরেক চিত্রনায়িকা শবনম বুবলীর। তিনিও ফেসবুক অ্যাকাউন্টে নিজের ব্রাইডাল মেকওভারের কিছু ছবি প্রকাশ করেছেন।

তবে বুবলী অবশ্য লাল বেনারসিতে নয় তিনি অফ-হোয়াইট লেহেঙ্গা পরেছেন। পোশাকের হালকা ঝলমলে ভাব ও দোপাট্টার নকশা মিলে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছে।

সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হীরার নেকপিস, কানে ঝুলছিল ম্যাচিং দুল। মাথায় পরা বড় টিকলি কপালের মাঝ বরাবর নেমে এসে অভিনেত্রীর রূপকে আরও উজ্জ্বল করেছে। হাতে ছিল একাধিক রঙিন পাথরের বালা, বড় ফিঙ্গার রিং— যা হাতে আভিজাত্যের ছোঁয়া এনেছে।