News update
  • Fakhrul condemns attacks on media, calls for unity, justice     |     
  • 2 cops among 4 hurt in clash outside Indian Assit H.C. in Ctg     |     
  • Inqilab Moncho urges people to avoid violence     |     
  • Hadi’s death: Prothom Alo, Daily Star offices set afire      |     
  • সন্ধ্যায় পৌঁছাবে হাদির মরদেহ, জানাজা শনিবার      |     

ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দিতে বললেন অভিনেত্রী শ্রাবন্তী, কারণ কী

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-07-26, 6:33am

images-8-8b31bfbfd22ef523378f0a86e92fb7521753490000.jpeg




দীর্ঘদিন ধরেই পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ‘রং নাম্বার’ খ্যাত ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। দুই কন্যাসন্তান নিয়ে প্রবাসজীবন কাটালেও মাঝে মধ্যেই বিভিন্ন সামাজিক ইস্যুতে ফেসবুকে সরব দেখা যায় তাকে। 

তবে সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি স্ট্যাটাসে সবাইকে চমকে দিয়েছেন এই অভিনেত্রী। তিনি অনুরোধ করেছেন, যারা রাজনীতি নিয়ে অতিরিক্ত তর্ক-বিতর্কে লিপ্ত, তারা যেন নিজ দায়িত্বে তাকে ফ্রেন্ড লিস্ট থেকে বাদ দেন।

গত ২৩ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে শ্রাবন্তী লেখেন— আচ্ছা একটা কথা, আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে আমার কলিগস, ভাই-ব্রাদারস, সিস্টারস, ফেসবুকে পরিচিত যারা আছেন, পলিটিক্যালি যারা অনেক বুঝেন আর ইনভলভ, প্লিজ আমাকে আপনারা নিজ দায়িত্বে একটু কষ্ট করে আনফ্রেন্ড করে দিন। প্লিজ শিশুদের এসব দেখে আপনাদের আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, এনসিপি ও ড. ইউনূস—এসব আর নেওয়া যাচ্ছে না। আপনি যতই আমার আপন হোন, প্লিজ আনফ্রেন্ড করে দিন।

তিনি আরও বলেন, “আমি নিজেও যা পারছি করছি, আপনিও আমাকে আনফ্রেন্ড করে একটু সাহায্য করুন। আল্লাহ হাফেজ।” এই বক্তব্য থেকেই স্পষ্ট, সামাজিক মাধ্যমে রাজনীতি নিয়ে বাড়াবাড়ি এবং বিষাক্ত বিতর্কে তিনি বিরক্ত ও ক্লান্ত।

শ্রাবন্তী অভিনয় জগতে ‘রং নাম্বার’ ও ‘ব্যাচেলর’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। ২০১০ সালে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক এবং এনটিভির সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ খোরশেদ আলমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ দম্পতির প্রথম কন্যা রাবিয়াহের জন্ম ২০১১ সালে এবং দ্বিতীয় সন্তান আরিশা জন্ম নেয় ২০১৫ সালে। তবে ২০১৮ সালে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে সন্তানদের নিয়েই সময় কাটাচ্ছেন শ্রাবন্তী। গণমাধ্যম ও চলচ্চিত্র জগৎ থেকে অনেকটা দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় রয়েছেন তিনি।