News update
  • সমুদ্র থেকে লাইটার জাহাজে লাফিয়ে উঠলো ৩ মণ ইলিশ     |     
  • AL Found Organisationally Involved in BDR Carnage: Taposh Key Coordinator     |     
  • Trump calls Venezuelan airspace ‘closed,’ Maduro denounces ‘colonial threat’     |     
  • Bangladesh’s potato powerhouse status to be showcased in festival     |     
  • Hasnat prays Khaleda Zia lives to see Sheikh Hasina executed     |     

‘মাটির পিঞ্জিরা' নিয়ে হাজির লিটা সরকার

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-01, 7:11am

f178312c9835e5eca039d56b8580a6069f6038dac8447df5-3d118f95712fd6d1f91fadc1f65bab971764551495.jpg




তরুণ প্রজন্মের প্রগতিশীল গায়িকা লিটা সরকার। একের পর এক গানে শ্রোতাহৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার নিজের নতুন মৌলিক গান 'মাটির পিঞ্জিরা' নিয়ে হাজির এই গায়িকা।

'জল দিলে নিভে না আগুন জ্বলে আমার কলিজায়, আয়রে বন্ধু আয়রে আমার মাটির পিঞ্জরায়...' -এমনই কথায় সুরে সুরে বন্ধুকে নিমন্ত্রণ জানিয়েছেন লিটা। তার গায়কীতে ফুটে উঠেছে সরলতা, প্রেমের মিষ্টি টান, দূরত্ব আর আকর্ষণের সহজাত রোমান্স।

নতুন গানটি কথা ও সুর করেছেন রনক রায়হান। এন ফারহানের মিউজিকে গানটি নেটদুনিয়ায় মুক্তি পেয়েছে গত ২৯ নভেম্বর।

নতুন গানটি প্রসঙ্গে লিটা সরকার বলেন, নিজের পছন্দ হলে সেই গান শ্রোতাদের সামনে তুলে ধরি। প্রতিনিয়ত নতুন নতুন গানে শ্রোতাহৃদয়ে থাকতে চাই। আশা করি, 'মাটির পিঞ্জিরা' গানটি সকলের হৃদয় ছুঁয়ে যাবে।

ইতোমধ্যে লিটার গাওয়া বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছে। সেই তালিকায় রয়েছে 'কই রইলা বন্ধুরে', 'ঔষধে সারে না প্রেম অসুখ', 'তোমার প্রেম যমুনায়'-সহ বেশ কিছু গান।