News update
  • Burglary at Hadi’s village home in Jhalokathi      |     
  • Martyred Intellectuals Day on Sunday     |     
  • Campaign from Jan to rein in overuse of antibiotics: Adviser     |     
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     

মেসি ও শুভশ্রীর ছবি যেন আগুনে ঘি!

গ্রীণওয়াচ ডেস্ক সেলিব্রিটি 2025-12-13, 8:45pm

rwerewrewrw-fc4dfc814f8ef99abbc47019c4a458641765637153.jpg




আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসির সফর ঘিরে শনিবার উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন। টিকিট কেটে ভোররাত থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও মেসিকে চোখের সামনে দেখতে না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। পরিস্থিতি সামাল দিতে না পেরে মাঠজুড়ে দেখা যায় বিশৃঙ্খলা ও বিক্ষোভ।

এই আবহেই সামাজিকমাধ্যমে মেসির সঙ্গে ছবি পোস্ট করে রোষানলে পড়েন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার টালিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী। নির্ধারিত সময়ে তিনি যুবভারতীতে উপস্থিত হয়ে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ফটোশিকারিদের সামনে হাসিমুখে পোজ দেন। পরে সেই ছবি সামাজিকমাধ্যমে শেয়ার করতেই শুরু হয় ট্রোলিং।

অভিনেত্রীর শেয়ার করা ছবিগুলো দেখে ক্ষুব্ধ মেসিভক্তদের একাংশের অভিযোগ, জনতার দুর্ভোগের মাঝেই এই পোস্ট অনুরাগীদের কষ্ট বাড়িয়েছে। কেউ মন্তব্য করেন, জনতার টাকায় ফুটেজ নেওয়া হচ্ছে, কেউ আবার ‘সময়জ্ঞানের’ পাঠ পড়ান। প্রশ্ন ওঠে, যুবভারতী যখন অশান্ত, তখন এই মুহূর্তে ছবি পোস্ট করা কতটা সংবেদনশীল সিদ্ধান্ত ছিল?

সমালোচনার এখানেই শেষ নয়। কেউ কেউ শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন তোলেন, তিনি আদৌ ফুটবল বোঝেন বা দেখেন কি না। আবার একাংশ উদ্যোক্তা ও অভিনেত্রী-উভয়কেই কাঠগড়ায় তুলে ‘জনতার চাঁদায় ফূর্তি’ বলেও কটাক্ষ করেন।

প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান লিওনেল মেসি। তবে আয়োজক ও অন্যান্যদের ভিড়ে কিংবদন্তি ফুটবলার কার্যত আড়ালে পড়ে যান। গ্যালারির উদ্দেশে তিনি হাত নাড়লেও বহু দর্শক তা দেখতে পাননি, কারণ তাকে ঘিরে ছিলেন অন্তত ৫০ জন। পরিস্থিতি উত্তপ্ত হতে পারে আঁচ করেই নির্ধারিত সময়ের আগেই মেসিকে মাঠ থেকে বের করে নেওয়া হয় বলে জানা যায়।