News update
  • অতিথি পাখির বিচরণ আর দুষ্টুমিতে নান্দনিক হয়ে উঠেছে কুয়াকাটার চর বিজয়      |     
  • Remittance inflow exceeds $632 million in first six days of Dec     |     
  • 18 migrants die as inflatable boat sinks south of Greek island of Crete     |     
  • TIB for polls manifesto vows to curb misuse of powers and religion     |     
  • Khaleda now not fit for travelling: Medical Board     |     

পুতুল নয়, ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় সরকার: প্রেস উইং

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2024-10-31, 7:15am

d8a087828c787478b13ca5e6188a8cb4564f29f9159712c8-5258df22cc9e1b44fa855f7295fd13681730337343.jpg




সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ৫ আগস্ট পরবর্তী সময়ে মানবাধিকারবিরোধী মামলা দায়ের করা হয়েছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এই প্রতিনিধির সঙ্গে বাংলাদেশ সরকার কাজ করতে চায় না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সম সাময়িক ইস্যুতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, সায়মা ওয়াজেদের বিরুদ্ধে যেহেতু মানবাধিকার মামলা রয়েছে, তাই তার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেন যোগাযোগ না করে সে জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকার সরাসরি কাজ করতে চায় জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, এথিক্যাল জায়গা থেকে সায়মা ওয়াজেদের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা চাইছি, তার মাধ্যমে নয় বরং বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে। এই বিষয়ে সংস্থাকে চিঠি দেয়া হয়েছে।

এদিকে, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে।

এছাড়া দেশে চলমান একাধিক দাবি আদায়ের আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, রাস্তা অবরোধ থেকে বিরত হয়ে প্রধান উপদেষ্টার কাছে দাবির তথ্য পাঠান।

এরআগে, গত বছরের নভেম্বরে সায়মা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ– পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত ডব্লিউএইচওর আঞ্চলিক সম্মেলনে এ নির্বাচন হয়। পাঁচ বছরের জন্য তিনি এ দায়িত্ব পালন করবেন। তথ্য সূত্র সময় সংবাদ।