News update
  • India wins ICC Champions Trophy for the third time     |     
  • Arrest warrant against 3 cops over Rampura mass killings     |     
  • CA to Visit China, Thailand, and Japan to Strengthen Global Ties     |     
  • OIC Resolution to Address Israeli Aggression Against the Palestinian People      |     
  • 1,000+ Dead in Clashes Between Syrian Forces and Assad Loyalists     |     

ইফতারে গ্যাস্ট্রিক কমবে ৪ খাবারে

গ্রীণওয়াচ ডেস্ক স্বাস্থ্য 2025-03-08, 6:34pm

34543543-9fc4059c6f52c476e26f6c48ccfd844d1741437276.jpg




রোজায় সারাদিন না খেয়ে থাকার পর ইফতারে ভুল খাবার খেলে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই এমন কিছু খাবার রাখা দরকার যা গ্যাস্ট্রিক কমায় ও হজমে সহায়ক।

ইফতারে গ্যাস্ট্রিক কমায় এমন ৪টি খাবার

১. খেজুর: খেজুর দ্রুত শক্তি দেয় ও পাকস্থলীর এসিড নিয়ন্ত্রণ করে। এটি হজমশক্তি বাড়ায় ও গ্যাসের সমস্যা কমায়।

২. দই: দই হজমে সাহায্য করে ও পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড নিরপেক্ষ করে। ইফতারে টক দই বা মিষ্টি দই খেলে গ্যাস্ট্রিক কমে।

৩. শসা ও তরমুজ: এরা পানির পরিমাণ বেশি থাকায় পেট ঠান্ডা রাখে ও অ্যাসিডিটি দূর করে। গ্যাস ও বদহজমের সমস্যা কমাতে দারুণ কার্যকর।

৪. ওটস বা চিড়া ভিজানো: হালকা ও সহজপাচ্য খাবার হওয়ায় এটি পাকস্থলীতে এসিড তৈরি হতে দেয় না। চিড়া দইয়ের সঙ্গে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা কমে।

টিপস-

১. ইফতারে ভাজাপোড়া কমিয়ে রাখুন।

২. সোডা বা কার্বোনেটেড ড্রিংকস (কোলা জাতীয়) পরিহার করুন।

৩. সেহরিতে প্রচুর পানি পান করুন ও বেশি মসলাযুক্ত খাবার এড়িয়ে চলুন।

৪. এভাবে স্বাস্থ্যকর খাবার খেলে গ্যাস্ট্রিকের সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব!