News update
  • 5mmcfd gas to be added to national grid from Kailashtila gas field     |     
  • ArmArmed Forces Day: Tarique's message draws on historic closeness     |     
  • UNGA urges renewed int’l efforts for a resolution of Rohingya crisis      |     
  • First National AI Readiness Assessment Report Published     |     
  • China calls for implementation roadmap for new finance goal     |     

বিএমইউ হাসপাতালের বহির্বিভাগ ৮ ও ১১ জুন খোলা

গ্রীণওয়াচ ডেস্ক হাসপাতাল 2025-06-08, 8:05am

bangldesh_medical_uni-a51ce57323e83d751401da9b68d626d61749348319.jpg




বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে পবিত্র ঈদুল আজহার ছুটিতেও  রোববার ও আগামী বুধবার (৮ ও ১১ জুন) খোলা থাকবে। 

এ ছাড়া প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ খোলা রয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব সেবাও চালু রয়েছে। 

বিশ্ববিদ্যালয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন জানিয়েছেন, চিকিৎসা কার্যক্রম অব্যাহত রাখতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীসহ ৫ শতাধিক সদস্য সেবা দিচ্ছেন। 

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বহির্বিভাগ বন্ধ থাকবে ৬, ৭, ৯, ১০, ১২ ও ১৩ জুন। এরমধ্যে সাপ্তাহিক ছুটি উপলক্ষে ১৩ জুন শুক্রবার বহির্বিভাগ বন্ধ থাকবে। বন্ধের দিনগুলোতে ৫ জুন বৃহস্পতিবার থেকে ১২ জুন বৃহস্পতিবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস, অফিস, বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিস, সুপার স্পেশালাইজড হাসপাতালের কনসালটেশন সার্ভিস বন্ধ থাকবে। 

অন্যদিকে, বিএমইউ সূত্র জানায়, বিএমইউতে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ১৪ জুন। সকাল সাড়ে ৮টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এবং এই দিনই বিশ্ববিদ্যালয়ের অফিস ও হাসপাতাল খোলা থাকবে। ঈদ পুনর্মিলনীতে বিএমইউয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় চেয়ারম্যান, অফিস প্রধান, শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা অংশ নেবেন।  

এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদের জামাত  বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়। এই ঈদ জামাতে নামাজ আদায়ের জন্য বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল আবু নোমান মোহাম্মদ মোছলেহ উদ্দিন, উপাচার্যের সচিব-১ সহযোগী অধ্যাপক ডা. মো. রুহুল কুদ্দুস বিপ্লব, উপ-রেজিস্ট্রার-১ ডা. আবু হেনা হেলাল উদ্দিন আহমেদ, বিএমইউ ডক্টর্স হলের ইমাম হাফেজ মাওলানা আইয়ুব আলীসহ বিএমইউর শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত রোগী ও আগত জনসাধারণ অংশ নেন। ঈদ জামাত শেষে সংশ্লিষ্ট ভব্যক্তিরা কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে উপ-উপাচার্য রোগীদের জন্য উন্নত খাবারের ব্যবস্থা কার্যক্রম পরিদর্শন করেন। এনটিভি।