News update
  • Rivers are Bangladesh's lifeblood, Rizwana at UN Water Convention      |     
  • UN Releases $11 Million for Gaza Aid Amid Fragile Hope     |     
  • Global ‘Food Heroes’ Driving Change From Farm to Table     |     
  • WHO Warns Global Surge in Antibiotic Resistance     |     
  • Dhaka stocks rebound after five-day losing streak     |     

শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকসজ্জা করা যাবে না আজ

গ্রীণওয়াচ ডেস্ক error 2023-03-25, 9:14am

aw1hz2utmje3mty0lte2nzk3mtm3ndquanbn-422cf0be1f099aff9d666eee2a027ea41679714042.jpeg




আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। সব স্কুল-কলেজে দিবসটি পালনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। কোনোক্রমেই আলোকসজ্জা করা যাবে না।

সব স্কুল-কলেজে বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা এবং রমজান মাসের পবিত্রতা বজায় রেখে ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপন করতে হবে।

সব শিক্ষা প্রতিষ্ঠানে গণহত্যা দিবস পালনের কর্মসূচিগুলোর মধ্যে আছে, ২১ মার্চ থেকে ২৫ মার্চের মধ্যে সুবিধাজনক সময়ে সব শিক্ষা প্রতিষ্ঠানে বিশিষ্ট ব্যক্তি বা বীর মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ২৫ মার্চ গণহত্যা ও ঐতিহাসিক মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করতে হবে। কার্যক্রম শেষে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন ইমেইল (25marchdshe@gmail.com) পাঠাতে হবে।

আদেশে বলা হয়েছে, ২৫ মার্চ জাতীয় কর্মসূচির আলোকে সব স্কুল-কলেজ ও শিক্ষা অফিসগুলোতে এসব কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালন করতে হবে। তথ্য সূত্র আরটিভি নিউজ।