News update
  • Hadi's condition 'very critical' after bullet causes 'massive brain injury'     |     
  • DMP intensifies drive to arrest attackers of Hadi     |     
  • Tarique terms attack on Hadi a conspiracy against democracy     |     
  • Man held for tying, beating up youth on theft suspicion in Gazipur     |     
  • Sajid (2) lifted after 32 hrs from deep Rajshahi well, not alive     |     

’রবি ওয়াইফাই’ কিনে মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের সুযোগ

গ্রীণওয়াচ ডেস্ক বিজ্ঞান ও প্রযুক্তি 2025-12-13, 10:03am

r324324234-c5131ae9e395c3841f6b33dd7685cbaf1765598589.jpg




রবি ওয়াইফাই’র নতুন সংযোগের সাথে আকর্ষণীয় ক্যাম্পেইন চালু করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা পিএলসি। ক্যাম্পেইনের আওতায় রবি ওয়াইফাই সংযোগ কিনে ইন্সটল এবং এক মাসের রিচার্জ করে প্রতি সপ্তাহে মালদ্বীপ, নেপাল বা কক্সবাজারের ভ্রমণের জন্য কাপল এয়ার টিকিট অথবা রবিশপ-এর গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। গত ২৩ নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত চলবে। 

ক্যাম্পেইন চলাকালীন সময়ে নতুন সংযোগ কিনে রিচার্জ করার পর স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন গ্রাহকরা। এরপর রিচার্জ ক্রম অনুযায়ী বিজয়ী নির্ধারণ করা হবে। ক্যাম্পেইনের বিস্তারিত জানা যাবে ওয়েবসাইট থেকে: robiwifi.robi.com.bd  

ক্যাম্পেইনজুড়ে মালদ্বীপের ৫টি, নেপালের ৫টি, কক্সবাজারের ১০টি এয়ার টিকিট এবং ২০টি রবিশপের ভাউচারসহ মোট ৪০টি পুরষ্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। 

রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “গ্রাহকদের ডিজিটাল জীবন আরও সমৃদ্ধ করতে প্রতিনিয়ত নতুন নুতন সেবা নিয়ে আসছে রবি। এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু দ্রুতগতির সংযোগই নয়, গ্রাহকদের স্বপ্নের গন্তব্যে ভ্রমণের সুযোগও করে দিচ্ছি আমরা। রবির সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহক। গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা ও পণ্য আনতে বদ্ধপরিকর আমরা।”

বিজয়ীদের এসএমএস ও ফোন কলে সরাসরি জানানো হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ছবি প্রকাশ করবে রবি। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের এনআইডি এবং নিবন্ধিত রবি ওয়াইফাই নম্বরটি দেখাতে হবে। এয়ার টিকিট বিজয়ীরা ২০২৬ সালের মার্চ মাসের শেষ থেকে ভ্রমণের সময় বুক করতে পারবেন।