News update
  • OIC Welcomes Independent Review Panel’s Report on UNRWA     |     
  • Train catches fire due to intense heat     |     
  • BNP expels 73 leaders for contesting first phase of UZ polls     |     
  • Chuadanga witnesses season’s highest temperature at 42.7°C     |     
  • Dhaka, Bangkok to work together to deal with Rohingya issue: FM     |     

আফগানিস্তানে বড় ভূমিকম্পে শত শত মানুষের মৃত্যু, বহু আহত

গ্রীণওয়াচ ডেস্ক বিপর্যয় 2022-06-22, 1:26pm

img_20220622_132451-3e78dafdbb2155c82e6f0df3165282251655882779.png




আফগানিস্তানে এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৫০ জন নিহত এবং অনেকে আহত হয়েছেন।

পাকতিকা প্রদেশের একজন কর্মকর্তা হতাহতের সংখ্যাটি বিবিসিকে নিশ্চিত করেছেন।

সামাজিক মাধ্যমে শেয়ার করা বিভিন্ন পোস্টে ধ্বংসস্তুপ, ভেঙে পড়া বাড়িঘর এবং আহত মানুষদেরকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ছবি দেখা যাচ্ছে।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে একজন স্থানীয় কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন। তারা এখন পর্যন্ত দেড়শো' জনেরও বেশি মানুষ আহত হয়েছে বলে জানতে পেরেছেন।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খোস্ত শহর থেকে ৪৪ কিলোমিটার দূরের একটি স্থানে ভূমিকম্পটির উৎপত্তি হয়।

"দূর্ভাগ্যজনকভাবে, গতরাতের এক তীব্র ভূমিকম্পে পাকতিকা প্রদেশের চারটি জেলায় কয়েকশো' মানুষ হতাহত হয়েছে এবং অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে," সরকারের একজন মুখপাত্র বিলাল কারিমী একটি টুইটারবার্তায় এমনটা জানিয়েছেন।

"আরও ক্ষয়ক্ষতি এড়াতে আমি সকল সাহায্য সংস্থাকে দ্রুত সেখানে তাদের দল পাঠানোর জন্য অনুরোধ করছি," বলেন মিস্টার কারিমী।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানাচ্ছে, ভূমিকম্পটি ছিল ৬.১ মাত্রার।

ভূমিকম্পটি যখন আঘাত হানে, তখন অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। তথ্য সূত্র বিবিসি বাংলা।