News update
  • Bangladesh's capital market shows sign of rebounding     |     
  • Record No of first-time voters to vote, AL can’t participate: Yunus     |     
  • Morsalin’s goal marks Hamza Era's first win over India after 22 years     |     
  • Writ against merger of 5 banks filed with HC     |     
  • Bangladesh End 22-Year Wait with Win Over India     |     

বাস্কেটবল খেলেয়াড় এনেস ফ্রিডমকে তুরস্ক সন্ত্রাসীর তালিকায় রেখেছে

গ্রীণওয়াচ ডেস্ক অন্যান্যক্রীড়া 2023-01-20, 8:48am

06a20000-0aff-0242-6c49-08daf9e2b681_w408_r1_s-913ff01099f34a477ab89a25348426491674182901.jpg




আমেরিকান বাস্কেটবল খেলোয়াড় এনেস ফ্রিডমকে তুরস্ক তাদের সন্ত্রাসীর তালিকায় রেখেছে। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রকের "গ্রে তালিকা", যা কিনা পাঁচ-স্তরের কোডেড সিস্টেমের তালিকার সবচাইতে নিচে রয়েছে, ঐ তালিকাতে

রয়েছেন ফ্রিডম। তাঁকে ধরিয়ে দেয়ার জন্য প্রায় ২৬,৬০০ ডলার (৫ লক্ষ লিরা) পর্যন্ত পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে ।

তুরস্ক কখন এই তালিকায় ফ্রিডমকে অন্তর্ভুক্ত করেছে তা স্পষ্ট নয়, তবে তিনি মঙ্গলবার ফক্স নিউজকে জানান তিনি ভ্যাটিকানে বাস্কেটবল ক্যাম্পে থাকার সময় এই তথ্য পান এবং এফবিআইয়ের সঙ্গে যোগাযোগ করার পর তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে বলা হয়।

ফ্রীডম ফক্স নিউজকে বলেন,"এই প্রথম তুরস্কের সরকার আমাকে ঐ তালিকাতে অন্তর্ভুক্ত করে আমাকে ধরিয়ে দেয়ার জন্য পুরষ্কার ঘোষণা

করেছে। এর কারণ আমি তুরস্কে কিছু মানবাধিকার লঙ্ঘন এবং রাজনৈতিক বন্দিদের বিষয়ে কথা বলেছি এবং আমি একা নই।সেই তালিকায় অনেক সাংবাদিক, শিক্ষাবিদ, অধ্যাপক এবং সেলিব্রেটি রয়েছেন।”

ফ্রীডম এর আগেও তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়েপ এরদোয়ান এবং

দেশটির মানবাধিকার নথির সমালোচনা করেছেন।তিনি বাইডেন প্রশাসন এবং অন্যান্য পশ্চিমা ও নেটো নেতাদেরকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তথ্য সূত্র ভয়েস অফ আমেরিকা বাংলা।