Kalapara Upazila
পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের বালিকা বিদ্যালয় সড়কে রবিবার বেলা ১১ টার দিকে পথচারী অজ্ঞাত এক নারীর হাত থেকে একটি ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারী এক রিক্সাচালক। ঘটনাটি ঘটার সাথে সাথে ওই নারী রিক্সার পিছনে পিছনে ডাক-চিৎকার করতে করতে দৌঁড়ে ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। তবে তার ব্যাগে কি ছিল তা জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী কমরেড নাসির তালুকদার জানান, ঘটনার সময় আমিও কাছে ছিলাম। আমিও ডাক-চিৎকার করতে করতে কিছু দূর অতিক্রম করার পর আর এগুতে পারিনি। তবে ওই সড়কে কয়েকটি মোড় থাকায় ছিনতাইকারী সহজে পালাতে সক্ষম হয় ।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.জসিম জানান, এ ব্যাপারে কেউ কোন অভিযোগ দেয়নি। তবে বিষয়টি তিনি দেখবেন বলে উল্লেখ করেন। - গোফরান পলাশ