News update
  • RAB Officer Killed, Three Injured in Sitakunda Attack     |     
  • Bangladesh Plans Padma Barrage, First Phase at Tk34,608cr     |     
  • US Expands Trump’s Gaza Peace Board, Invites More States     |     
  • Spain Train Collision Kills 21, Leaves Dozens Injured     |     
  • NCP Announces 27 Candidates, Aims for Seats After Exit     |     

রাতের কুয়াকাটা সৈকত থেকে ৫ পতিতা গ্রেফতার

অপরাধ 2023-01-13, 10:36pm

police-arrests-alleged-prostitutes-from-kuakata-c1eae34a4fc642f2b6adb75cb774305e1673627809.jpg

Police arrests alleged prostitutes from Kuakata



পটুয়াখালী: রাতের কুয়াকাটা সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে ৫ জন ভ্রাম্যমাণ পতিতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে এদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো বরিশালের বৃষ্টি আক্তার (৩৫), কুমিল্লার তাসলিমা বেগম (২২), সাতক্ষীরার স্বপ্না বেগম (৩২), ঝালকাঠির শাহিনুর বেগম (৩১) ও পটুয়াখালীর  রাইসা আক্তার (১৯)।

পুলিশ জানায়, কুয়াকাটা সী-বীচ এলাকা থেকে সন্ধ্যার পরবর্তী সময়ে পর্যটকদের বিভিন্নভাবে অশ্লীল মন্তব্য, প্রনয়পূর্ণ ভাষায় বে-আইনী যৌন সম্পর্কে মিলিত হওয়ার ইঙ্গিত এর মাধ্যমে আহবান করে এরা। এভাবে অশ্লীল, অসামাজিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে  লিপ্ত এরা, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে সৈকত থেকে এদের আটক করা হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটা পতিতা মুক্ত রাখতে মহিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এদের গ্রেফতার করা হয়। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে শুক্রবার দুপুরে এদের বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। - গোফরান পলাশ