News update
  • EU Deploys 56 Long-Term Observers Across Bangladesh     |     
  • Appeals over nomination papers:18 more regain candidacies back     |     
  • More than 100 dead in torrential rains and floods across southern Africa     |     
  • Islami Andolan to Contest Election Alone in 13th Poll     |     
  • 3 killed in Uttara building fire; 13 rescued     |     

কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অপরাধ 2023-03-29, 9:28pm

youngman-arrested-for-allegedly-raping-a-woman-deserted-by-husband-in-kalapara-c8c6eaba79509c3d9ba0397e3d2c2a4f1680103691.jpg

Youngman arrested for allegedly raping a woman deserted by husband in Kalapara



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায় স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩৫) ধর্ষণের অভিযোগে রিয়াজ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে বালিয়াতলী ইউনিয়নের নলবুনিয়া গ্রাম থেকে রিয়াজকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই নারী রিয়াজের নামে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। 

মামলা সূত্রে জানা যায়, রিয়াজ সহ বেশ কিছু শ্রমিক লেমুপাড়া গ্রামে তরমুজ ক্ষেতে দিন মজুরের কাজ করতো। আর ওই নারী তাদের রান্নার কাজে সহায়তা করতো। গত সোমবার রাতে ওই নারীর বাবা তারাবি নামাজ পড়তে যায়। এসুযোগে রিয়াজ ওই নারীর ঘরে প্রবেশ করে তাকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষন করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে রিয়াজ পালিয়ে যায়। পরে ওই নারী সবার অগোচরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, আসামী রিয়াজকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। - গোফরান পলাশ