News update
  • UN chief vows to prevent Rohingya suffering as aid cuts loom     |     
  • Dhaka’s air unhealthy for sensitive groups Saturday morning     |     
  • Surge in substandard products in BD targeting Eid market     |     
  • Elderly Rohingya killed, two hurt in stampede at iftar crowd     |     

কলাপাড়ায় শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

অপরাধ 2023-04-06, 9:50pm

dead-body-6d339e073891e18f256ddedb91b1caf71680796247.jpg

dead body



পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ায়  দিপু মাঝি (১৪) নামে এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। দিপু মাঝি চান্দুপাড়া  গ্রামের তিন নাম্বার ওয়ার্ডের মৃত সাইফুল মাঝির ছেলে । এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক মো. সাইফুল ইসলাম জানান, দিপু মাঝি বুধবার তার নানীর কাছে  একটি সাইকেল দাবী করেছিল । নানী তার দাবী পুরনে ব্যর্থ হওয়ায় অভিমান করে বড়হোতার খাল নামে একটি খালের পাড়ে শাহজাহান গাজীর পরিত্যক্ত ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দেয় দিপু। বুধবার রাতে দিপু মাঝি বাড়ীতে ফিরে না আসায় অনেক খোঁজাখুজি করে তাকে পাওয়া না গেলে বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা পরিত্যক্ত ওই ঘরে ঝুলন্ত লাশটি দেখে পুলিশে খবর দেয়।

স্থানীয় বাসার চৌকিদার জানান, দিপু মাঝির বাবা না থাকায় সে নানা বাড়ী থাকতো। নানীর কাছে সাইকেল চেয়ে না পেয়ে বুধবার সে আর বাড়ীতে আসেনি। 

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, শিশুর লাশটি ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। - গোফরান পলাশ