News update
  • Dhaka Seeks Mutual Respect in Ties with India: Touhid     |     
  • HC Scraps Appointments of 6,531 Primary Teachers     |     
  • US executive orders continue     |     
  • Fakhrul, Zaima, Khosru Meet Destro, Beasley in Washington     |     
  • US Shifts Stance as Trump’s Gaza Plan Sparks Global Outrage     |     

হরিণাকুন্ডে রবিউল হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেপ্তার

ঝিনাইদহ প্রতিনিধি অপরাধ 2023-04-16, 11:02pm

jhenidah-arrest-photo-0f4b5d24fd997c106ae85ace8725a0691681664532.jpg




ঝিনাইদহের হরিণাকুন্ডে ইজিবাইক চালক রবিউল হত্যা মামলার প্রধান দুই আসামী ছাত্রলীগ নেতা পলাশ এবং রাশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ হরিণাকুন্ড পৌর ছাত্রলীগের সভাপতি এবং রাশেদ পৌর ছাত্রলীগের সহ সভাপতি।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দিপংকর বলেন, আজ (১৬ এপ্রিল) রবিবার সকালে আসামীদের  ঝিনাইদহ কোর্টে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করার পর রাশেদ কে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে ঘটনার পরদিন নিহতের পিতা মিনাজ উদ্দীন বাদী হয়ে হরিণাকুন্ড থানায় ১৬ জনের নাম উল্লেখকরে একটি মামলা দায়ের করেন।

পলাশ উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের আক্কাছ মন্ডলের ছেলে এবং রাশেদ একই গ্রামের বাকের মন্ডলের ছেলে।  

হরিণাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি উপজেলার জোড়াপুকুরিয়া গ্রামের ইজিবাইক চালক রবিউল হত্যা মামলার পলাতক আসামী পলাশ ও রাশেদ ঝিনাইদহ শহরে অবস্থান করছে। সেই তথ্যের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই দিপংকর মন্ডল সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক ১০ টার দিকে জেলা শহরের চুয়াডাঙ্গা বাস স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করতে সক্ষম হয়।

উল্লেখ্য,গত ৩১মার্চ  বিকাল ৫টার দিকে হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ থেকে নামায শেষ করে বের হওয়ার পরই ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রবিউলকে রক্তাক্ত আহত করে।  সেময় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে হরিণাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।